আলাপ:বিজ্ঞান কল্পকাহিনী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিজ্ঞান কল্পকাহিনী/কল্পবিজ্ঞান[সম্পাদনা]

আমার মতে এই নিবন্ধটির শিরোনাম কল্পবিজ্ঞান হওয়া উচিত। বিজ্ঞান কল্পকাহিনী কথাটির চেয়ে কল্পবিজ্ঞান অনেক বেশি প্রচলিত। অন্যান্যদের মতামত জানতে চাই --অর্ণব দত্ত ০১:২২, ১৯ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

পাঠকদের মন্তব্যের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।--অর্ণব দত্ত ১৮:১২, ১৬ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাদেশে আমার জানামতে "বিজ্ঞান কল্পকাহিনী" বা "বৈজ্ঞানিক কল্পকাহিনী' অভিধাগুলি বেশি প্রচলিত, "কল্পবিজ্ঞান" নয়। কল্পবিজ্ঞান যদি পশ্চিমবঙ্গে বেশি প্রচলিত হয়, আর আপনি যদি নিবন্ধটিতে ব্যাপকভাবে কন্টেন্ট যোগ করতে চান, তবে কল্পবিজ্ঞান ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে ভূমিকাতে "বিজ্ঞান কল্পকাহিনী" ও "বৈজ্ঞানিক কল্পকাহিনী' নামের বিকল্প অভিধাগুলির কথাও সাথে সাথে উল্লেখ করে দিলে ভাল হবে। কল্পবিজ্ঞান বললে বাংলাদেশের পাঠকের খুব বেশি সমস্যা হবার কথা না। অন্যদের মতামতও নিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
বোঝার দিক থেকে কোনোটিতেই অসুবিধা হবার কথা নয়। তবে কল্পবিজ্ঞান কথাটি ছোটো। লিখতে গেলে বারবার 'বৈজ্ঞানিক কল্পকাহিনী' না বলে কল্পবিজ্ঞান বললেই সুবিধা হয় বেশি। সেই জন্যই জানতে চাওয়া। --অর্ণব দত্ত ১৮:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি এখন লিখতে চাইলে লিখতে থাকুন। যদি পরে কখনও পরিবর্তন করার দরকার হয়, তবে টেক্সট রিপ্লেস করে দেওয়া কোন ব্যাপার না। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
এই মুহুর্তে হয়ত লেখা সম্ভব হবে না। অন্য কয়েকটি লেখা নিয়ে ব্যস্ত। তবে এটা নিয়ে লেখার ইচ্ছে ভবিষ্যতে আছে। সেই জন্যই ব্যাপারটি জেনে রাখলাম। অনেক ধন্যবাদ--অর্ণব দত্ত ১৯:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]