আলাপ:বারট্রান্ড রাসেল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প সাহিত্য
এই নিবন্ধটি উইকিপ্রকল্প সাহিত্যের অংশ, যা উইকিপিডিয়ায় সাহিত্য সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

একই বিষয়ে দুইটি নিবন্ধ তৈরি হয়ে গেছে।[সম্পাদনা]

বারট্রান্ড / বার্ট্রান্ড এই বানান পার্থক্যের কারণে দুইটি নিবন্ধ তৈরি হএ গেছে। প্রশাসকগণ ব্যাবস্থা নিন। --Hasan.zamil ১৯:১৫, ২১ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

বেলায়েত আমি বার্ট্রান্ড বানান এর পক্ষপাতী ছিলাম। আমার কাছে মনে হয়েছিল এটাই প্রচলিত। আপনার কি মনে হয়??--রাজিবুল ১৭:৪১, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

বইয়ের তালিকা[সম্পাদনা]

বারট্রান্ড রাসেলের বই কে কবে কোথায় অনুবাদ করেছে, ঐ তালিকা এখানে অপ্রাসঙ্গিক এবং অবিশ্বকোষীয়। অনেক ক্ষেত্রে তা বইয়ের বিজ্ঞাপনে পরিণত হয়ে দাড়াচ্ছিলো। এজন্য আমি "বাংলায় অনুদিত" তালিকাটি অপসারণ করেছি। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনাম পরিবর্তন আবশ্যক[সম্পাদনা]

এই নিবন্দের লিরোনাম বার্ট্রান্ড রাসেল রাখার প্রস্তাব করছি। পুনর্নিদেশ সকলক্ষেত্রে সমস্যার সমাধান করে বলে মনে হয় না। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:৪১, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]