আলাপ:ফ্লিপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

কিসের ভিত্তিতে এই নিবন্ধের শিরোনাম ধার্য করা হয়েছে। অনুগ্রহ করে তথ্যসূত্র দিন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১১, ১০ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমি মুলভাব অনুসারে শিরোনাম করেছি। ট্রান্স্লেটরে একটি শব্দ টুসকি দেখতে পেলাম। শিরোনামে এটিও দেয়া যেতে পারে, আমার কোন আপত্তি নেই।

--রাহাত (আলাপ) ১৯:২২, ১০ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমি শিরোনাম পাল্টে দিলাম। আশা করি কারো আপত্তি নেই। টুসকি বলতে সাধারনত আঙ্গুল দিয়ে টুকা দেওয়া বুঝায় যেহেতু এটা শারীরিক কসরত তাই এই শিরোনামই পারফেক্ট বলে মনে হচ্ছে। তাছাড়া রাহাত, আপনাকে তথ্যসূত্রের প্রতি একটু মনযোগী হওয়ার অনুরোধ করছি, আপনি অনেকগুলো ‍নিবন্ধ তৈরি করেছেন তারমধ্যে কয়েকটায় কোন তথ্যসূত্রই নেই। কিছু কিছু নিবন্ধ এককেবারেই ছোট সেগুলোও সম্প্রসারন করা দরকার :) --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০০:৪৯, ১১ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমার তৈরী নিবন্ধগুলো কেবল ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা। যে অংশটুকু অনুবাদ করেছি সেই অংশে কোন তথ্যসূত্র ছিল না তাই আমার অনুবাদেও তথ্যসূত্র আসে নি। খুব সম্ভবত সেগুলি ফ্যাক্ট বলে। তথ্যসূত্র থাকলে আমি অবশ্যই দিব।

রাহাত (আলাপ) ০১:৫০, ১১ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

যেহেতু এমন কোনো শব্দ ইংরেজি এই শব্দের বিপরীতে কোথাও ব্যবহার করা হয়নি। তাই টুসকি বা শূন্যলাফ নামটি উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে না। কারণ তা মৌলিক গবেষণার ফল। আর উইকিপিডিয়াতে অরিজিনাল রিসার্চ বা মৌলিক গবেষণাপ্রসূত কোনো তথ্য বা নাম ব্যবহার করা যাবে না। তাই বাংলা ভাষায় এ ধরনের নাম ব্যবহার হয় এমন তথ্যসূত্র না পাওয়া পর্যন্ত নিবন্ধটিকে "ফ্লিপ" নামে সরিয়ে নেওয়ার প্রস্তাব জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৭, ১১ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি ঠিকই বলেছেন আমিও কাল খুজেঁছি কিন্তু এরকম কোন বাঙ্গলা শব্দ পাইনি। হ্যাঁ নিবন্ধটি ফ্লিপ নামে সরানো যেতে পারে। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৬:০২, ১১ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন

--রাহাত (আলাপ) ১৬:৫৮, ১১ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]