আলাপ:ফুচকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফুচকার পুর হিসাবে বাংলাদেশে যা দেয়া হয়, তা চটপটিরই হালকা সংস্করণ। মোট কথা, আলুর চাইতে তাতে মটরই বেশি থাকে। দেখা যাচ্ছে, এলাকা ভেদে পুর- এর পার্থক্য আছে। এ ক্ষেত্রে ফুচকার রন্ধন পদ্ধতির অধীনে বিভিন্ন এলাকার পুর ও অন্যান্য উপকরণের সাব-সেকশন করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪৮, ১ মার্চ ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]