আলাপ:প্লীহা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নজরুলের কাঠবিড়ালির ছড়াটায় আছে, খুকী বলছে কাঠবিড়ালিকে, "পেটে তোমার পিলে হবে"। তাহলে বোঝা যায়, ৮০-১০০ বছর আগেও বাংলার শিশুদের প্লীহা প্রায়শই স্ফীত হয়ে থাকতো। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আশা করা যায় এখন অবস্থা আর এতটা খারাপ নয়। ম্যালেরিয়া এখনো হয় ঠিকই কিন্তু হাইপারএন্ডেমিক অবস্থা মনে হয় কমেছে। পরিসঙ্খান জানিনা। তবে সংজ্ঞা অনুযায়ী হাইপার-এন্ডেমিক হলে এক-ই ব্যক্তির একাধিক ইনফেক্সন একি সময়ে হতে পারে (সুপার-ইনফেক্সন)... সবই সুপার/হাইপারঃ হাইপার-এন্ডেমিক, হাইপার-স্পলেনিক, সুপার-ইনফেক্সন। বর্তমান পরিসংখান কেউ দিতে পারলে ভালই হয়। WHO might have some stats.. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:০৩, ৬ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]