আলাপ:প্রোফেসর শঙ্কু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাতার নাম পরিবর্তন করে প্রোফেসর শঙ্কু সিরিজ বা সমগ্র রাখা হোক[সম্পাদনা]

সত্যজিৎ রায়ের প্রোফেসর শঙ্কু সিরিজের আটটি বইয়ের নামের মধ্যে প্রথম বইটির নাম প্রোফেসর শঙ্কু৷ এই পাতাটির নাম প্রোফেসর শঙ্কু হওয়ায় এই সিরিজের প্রথম বইটির নামে পাতা তৈরী করা সম্ভব হচ্ছে না৷ এমন করা যেতে পারে, প্রতিটি খণ্ডের নামে আলাদা পাতা না করে একই পাতায় বিস্তারিত আলোচনা রাখা যা ভিন্ন ভিন্ন পাতায় থাকা সম্ভব৷ এতে পাতার সাইজ বড় হয়ে যাবে৷ আর ভিন্ন ভিন্ন নামে পাতা করলে, প্রথম পাতাটি প্রোফেসর শঙ্কু রাখা জরুরী, কেননা, সিরিজের আটটি বইয়ের মধ্যে এটি প্রথম৷ --তাহের আলমাহদী ০৮:২৯, ২০ আগস্ট ২০১৮ (ইউটিসি)

যেহেতু প্রোফেসর শঙ্কু বইটি থেকে প্রোফেসর শঙ্কু চরিত্র বেশী জনপ্রিয়, চরিত্র নিবন্ধের (এই নিবন্ধের) নাম যেমন আছে তাই রাখুন। বইয়ের জন্য "প্রোফেসর শঙ্কু (বই)" ও সমগ্রের জন্য "প্রোফেসর শঙ্কু সমগ্র" নাম দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]