আলাপ:প্রীতিলতা ওয়াদ্দেদার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছবি(স্থিরচিত্র)[সম্পাদনা]

প্রীতিলতার ছবি সহ একটা লেখা দেখলাম সচলায়তন ব্লগে, ঐ ছবিটা ইংরেজি উইকিতে আমার যোগ করা ছবির চেয়ে স্পষ্ট। সেটা এখানে আপলোড এবং যোগ করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:২৫, ২৪ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই শুধু এখানে কেন কমন্সেই করুন। তাতে অন্তত ভাল ছবি সবাই ব্যবহার করতে পারবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রীতিলতার একটা আবক্ষ মূর্তি মনে হয় আছে কোথাও। ওটার ছবিটা ও তো যোগ করতে পারলে ভাল হতো। Amran.haroon (আলাপ) ০৯:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

একটা ছবি আমি নিজে ফটোশপে সামান্য কারিগরী করে কমন্সে আপলোড করেছি। ওটা উইকি ভুক্তিতে ও দেওয়া হয়েছে। কপিরাইট লংঘিত হল কিনা জানিনা।Amran.haroon (আলাপ) ১১:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


বলতে না বলতে ই ট্যাগ্‌ড হয়ে গেলাম প্রীতিলতার ছবিতে। উন্মুক্ত বিশ্বকোষে লাইসেন্স নিয়ে এতো ঝামেলার ব্যাপারটা সূখকর লাগছেনা। -- Amran.haroon (আলাপ) ০২:১১, ১৬ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি+৬)


মুক্ত বিশ্বকোষ বলেই লাইসেন্স নিয়ে মাথা ঘামাতে হয়। উইকির লেখাকে মুক্ত রাখতে হলে এখানে কপিরাইটযুক্ত কিছুই ব্যবহার করা যাবে না, তাই লাইসেন্স খেয়াল করা হয় সব সময়।

আপনাকে ইমেইল করেছি। লাইসেন্সের সমস্যাটি দূর হয়ে যাবে অচিরেই, বলে আশা করছি। --রাগিব (আলাপ | অবদান) ২০:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

শিক্ষা নিয়ে ও বিভ্রান্তি[সম্পাদনা]

http://taiyabs.wordpress.com/2008/09/23/pritilata-2/ - wordpress এর এই লিঙ্ক এ পাওয়া তথ্য অনুযায়ী প্রীতিলতা ১৯২৭ সালে (ভুক্তি তে ১৯২৮ সাল) মেট্রিক ও ১৯২৯ সালে আই,এ পাশ করেন। একটু কনফার্ম করতে পারলে ভুক্তি তে সম্পাদনা করা যেত। -- Amran.haroon (আলাপ) ১৩:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


নেছার আহমদের স্মরণের আবরনে চট্টগ্রামের কৃতিপুরুষঃ ২য় খন্ডতে আপনার দেয়া তথ্যটি আছে। এমন কি পূর্ণেন্দু দস্তিদার তাঁর বইতে একই তথ্য দিয়েছেন! প্রীতিলতা মেট্রিক পাশ করেছেন ১৯২৮ সালে। বিস্তারিত বলতে গেলে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল ১ মার্চ ১৯২৮ সালে, সার্টিফিকেট ইস্যু হয়েছিল ১৭ জুন ১৯২৮ সালে। ইতিহাস নিয়ে কাজ করার সমস্যা বহুমুখী। কেউ লিখতে গিয়ে বাড়াবাড়ি রকম আবেগ প্রকাশ করেন, কেউ মূল ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করেন (একটা বইতে আছে প্রীতিলতার সাথে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের প্রেমের সম্পর্ক ছিল। আর এ সম্পর্ক নিয়ে পুরো একটা বই...ভাবা যায়!), দিন তারিখের বিভ্রান্তি তো আছেই। আমার ধারনা ইতিহাস বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য পেতে হলে একটা বইয়ের উপর নির্ভর না করাই ভালো। Swomitra (আলাপ) ১৮:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াদ্দের নাকি ওয়াদ্দেদার[সম্পাদনা]

আমি তো এতদিন প্রীতিলতার টাইটেল ওয়াদ্দেদারই জানতাম। কিন্তু ২২ সেপ্টেম্বর ২০০৭ তারিখের প্রথম আলোর ছুটির দিনেতে দেখি "ওয়াদ্দের" লিখেছে। প্রথম ভেবেছিলাম ছাপার ভুল। তবে পরে শুক্রবারের (একদিন আগের) পত্রিকাতেও "ওয়াদ্দের" লেখা দেখলাম। কোনটি সঠিক? এমনও হতে পারে, "ওয়াদ্দের"ই হয়ত সঠিক, তবে ওয়াদ্দেদার বেশি প্রচলিত।--তারিফ এজাজ ০৭:০৮, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াদ্দেদারই সঠিক। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৭, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, ওয়াদ্দেদার-ই ঠিক। --অর্ণব (আলাপ | অবদান) ১০:৪১, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

ওয়াদ্দেদার, নাকি ওয়াদ্দের[সম্পাদনা]

এই বিতর্কটা অনেকদিনের। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক (এই মুহূর্তে নাম মনে করতে পারছি না) জানিয়েছেন, বিভিন্ন খাতা-পত্রে তাঁর নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। তবে তিনি নিজে যেসব চিঠিপত্র লিখেছেন বা অনানুষ্ঠানিক যেসব লেখা বিভিন্নজনকে দিয়েছেন সেখানে তিনি লিখতেন ওয়াদ্দের। ‌‌‍‍গৌতম ১২:২৮, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, প্রথম আলোর লেখা দেখেই বুঝেছি, ওরা ভুল করে এটা করেনি, বরং ওয়াদ্দের ব্যাবহার করারই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দুটো নামই ব্যবহার করতে পারি। একটা রিডিরেক্ট করে দিলেই হয়। আপনার তথ্যের জন্য অনেক ধন্যবাদ গৌতমদা।--তারিফ এজাজ ১৩:৩২, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
হয়ত নিরাপত্তার খাতিরে প্রীতিলতা এমন করতেন।--তারিফ এজাজ ১৩:৩৩, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমার কাছে প্রীতিলতার সহযোদ্ধা কল্পনা দত্তের লেখা Chittagogn Armoury Raiders Reminiscences, (people's publishing, 1945) আছে, এবং সেখানেও প্রীতিলতা ওয়াদ্দেদার বানান আছে। প্রথম আলো ভুল করেছে। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৪, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

রাগিব ভাই, বইটা তো পাবলিক ডোমেইন হয়ে গেছে, বইটাকে কি উইকিসংকলনের জন্য কিছু করা যায়? আমাদের একটা ভাল বাংলা ওসিআর দরকার।--বেলায়েত (আলাপ | অবদান) ২২:৫২, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
বইটা ইংরেজিতে, আর লেখক সম্ভবত মারা গেছেন বছর দশেক আগে। আমার কাছে যে সংস্করণ আছে, সেটা ১৯৮০তে বেরুনো, আর লেখকের মৃত্যুর পরে ৬০ বছর পেরুতে আরো বহু বছর বাকি। তাই এটআ পাবলিক ডোমেইনে নেই। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৭, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
(people's publishing, 1945) লেখাটা দেখে মনে হল যে বইটা বুঝি পেলাম, কিন্তু না..........।:(--বেলায়েত (আলাপ | অবদান) ২৩:০৬, ৩ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে ১৯৪৫ সালে প্রথম প্রকাশ। :)। তবে এই ঘটনার উপরে সূর্যসেনের আরেক শিষ্যা কুন্দ প্রভার একটা বই পড়েছিলাম অনেক ছোটবেলায়, সেটা সম্ভবত একই রকম পুরানো। যাহোক, এই গুলো থেকে তথ্য পাওয়া যাবে অনেক ... আমি বইটা থেকে রেফারেন্স টানার চেষ্টা করবো। --রাগিব (আলাপ | অবদান) ০১:১১, ৪ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
প্রীতিলতা খাস্তগীর স্কুলে পড়েছেন। ২০০৭ সালে ঐ স্কুলের শতবর্ষ উদয়াপনের স্যুভেনিরে তার সতীর্থ দুই একজনের লেখা পাওয়া যাবে। স্কুলে তার নামের বানান ওয়াদ্দেদারই। স্কুলের পুরাতন ম্যাগাজিনে বিশেষ করে ১৯৫৪ সালের ম্যাগাজিনে মনে হয় একটি ভাল লেখা আছে। স্কুলের দীর্ঘদিনের সহকারি প্রধান শিক্ষিকা ও হোস্টেল সুপার রওশন আরা ম্যাডামের কাছে আরো কিছু তথ্য পাওয়া যেতে পারে। উইকিপিডিয়া চট্টগ্রাম প্রকল্প থেকে আমরা বিপ্লবী বিনোদ বিহারীর (প্রীতিলতার সহযোদ্ধা) একটি দীর্ঘ সাক্ষাতকারের পরিকল্পনা করছি, সেমতো আরো কিছু তথ্য পাওয়া যাবে আশা করছি। আমরা শুনেছি চট্টগ্রাম যুব বিদ্রোহ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (আমি ঠিক সিওর না), সেগুলোও হয়তো যোগাড় করা যাবে। দেখা যাক। Munirhasan (আলাপ) ১৪:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে কারনটা জানাবেন[সম্পাদনা]

আমার মনে হয়েছিল সবখানে প্রীতিলতার যে ছবিটি ব্যবহার করা হয়, তাঁর ইতিহাস উইকিপিডিয়াতে থাকা দরকার। এই ইতিহাস আমাদের বলে দেয় অসম সাহসী বীরকন্যা প্রীতিলতার লাজুক এবং মুখচোরা স্বভাবের কথা। এই ভুক্তিতে ছবিটার ইতিহাস তথ্যসূত্রসহ দেয়া হয়েছিল (পূর্ণেন্দু দস্তিদার নিজে একজন বিপ্লবী এবং প্রীতিলতার জন্ম উনার বাড়িতেই)। আজকে দেখলাম মুছে ফেলা হয়েছে। দয়া করে কারনটা জানালে ভবিষ্যৎতে এধরনের ভুল হবে না। ধন্যবাদ। Swomitra (আলাপ) ০৬:২৫, ১৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ছবির ইতিহাস মুছে ফেলা হয় নি। খেয়াল করুন তা নিবন্ধ থেকে সরিয়ে যথাস্থানে ছবির পাতায় যুক্ত করা হয়েছে। ছবি সম্পর্কিত কোন তথ্য নিবন্ধে নয় বরং ছবির পাতার বর্ণনাতেই থাকা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু তথ্য[সম্পাদনা]

প্রীতিলতার সংক্ষিপ্ত অথচ ঘটনাবহুল বিপ্লবী জীবনের খুব অল্পই এই ভুক্তিতে আছে। ভবিষ্যতে এটা পূর্ণতা লাভ করবে। প্রীতিলতা আর আমার জন্মস্থান একই গ্রামে। আমার বাডির খুব কাছেই প্রীতিলতার বাড়ি। ১৯৩২ সালের ১৩ জুন ধলঘাটে পুলিশ বিপ্পবীদের গোপন বৈঠকে হানা দিলে গুলিবিনিময় হয়। বিপ্লবী নির্মল সেন নিহত হলেও সূর্য সেন ও প্রীতিলতা পালিয়ে যেতে সক্ষম হন। ধলঘাটের ঐ বাড়িতে প্রীতিলতার আবক্ষ মূর্তি আছে। এমরান হারুন আর আমি শীঘ্রই ঐ মূর্তিটির ছবি তোলার জন্য ধলঘাট যাব। আর একটা তথ্যঃ ব্রিটিশদের WANTED LIST এ প্রীতিলতার নাম ছিল “Miss Prithi Waddadar”। বেথুন কলেজের মার্কশীট, মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট, এবং একাডেমিক সব কাগজপত্রে তিনি নিজের নাম Pritilata Wadder (কিছু ক্ষেত্রে Pritilata Waddar) লিখতেন। এসব ডকুমেন্টের কপি আমার আছে। উইকিপিডিয়াতে দেয়া যাবে কিনা বুঝতে পারছি না। তবে বিপ্লবী কল্পনা দত্ত Pritilata Waddadar লিখেছেন। Swomitra (আলাপ) ২১:১৪, ১৭ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


সৌমিত্র, তুমি পারলে প্রীতিলতার বাড়ির একটা ছবি তুলে কমন্সে দিয়ে দিও। তার সার্টিফিকেটের ছবিও দিও। সার্টিফিকেট এতোদিনে পাবলিক ডমেইনে গেছে, তাই লাইসেন্স পিডি ইন্ডিয়া ও পিডি বাংলাদেশ দিও। লাইসেন্সের ব্যাপারে সাহায্য লাগলে বেলায়েত বা জয়ন্তদা সেটা করে দিতে পারবেন। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় সৌমিত্র, রাগিব ভাইয়ের মত একই অনুরোধ আমি করছি। সবচেয়ে ভাল হয় নিজের ক্যামেরায় ছবি গুলি তুলুন, কোনো সম্পাদনা না করে সরাসরি কমন্সে আপলোড করে দিন। আর এতো সুন্দর কাজের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আর আপনার সম্পাদিত প্রীতিলতার ছবিটি নিয়ে কিছু বলার আছে। অবশ্যই এটা আমার খানিকটা ব্যক্তিগত মত। আমি এই ধরনের নিবন্ধের ক্ষেত্রে পুরোনো যে ছবি পাওয়া যায়, তাই সরাসরি ব্যবহার করার পক্ষপাতি, একান্ত ভাবেই ছবিয়ে কিছু বোঝা না গেলে সম্পাদনা করা যেতে পারে , না হলে নয়। পুরোনো ছবিতে তার একটা পৌরানিক সৌন্দর্য থাকে যা আপনার ছবিটিতে হারিয়ে গেছে বলে আমার মনে হচ্ছে, তাই আমি তথ্যছকে File:Pritilata waddedar.jpg ছবিটি ব্যবহার করতে চাই। আর আপনার কাছে যদি বীরকন্যা প্রীতিলতা - পূর্ণেন্দু দস্তিদার, লেখকের কথা, ২০০৮, অনুপম প্রকাশনী,ঢাকা বই টি থাকে ও তাতে যদি এমন কোনো ছবি থাকে যা পাবলিক ডমেইনে গেছে সরাসরি কমন্সে আপলোড করে দিন।ধন্যবাদ।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
জয়ন্তদা, ছবির লাইসেন্সিং নিয়ে আমাদের প্রথম দিকে বেশ সমস্যা হচ্ছে। আপনার নতুন করে দেয়া ছবিটা নিঃসদেহে উন্নতঃ সংস্করণ এবং অরিজিনালিটি সম্পন্ন। আমি ইতিমধ্যে সম্পাদনা করেছি। আসলে আগের (প্রথম) ছবিটাতে প্রীতিলতার লাজুক ভাব টা পূরোপুরী আসছিলোনা, তাই আমার ব্যক্তিগত প্রয়াস ছিলো একটা পরিস্কার ছবি । আমাদের আপলোড করা ছবি গুলোর লাইসেন্স নিয়ে ভবিষ্যতে একই রকম সাহায্য আশা করছি। বেলায়েত ভাই এর কাছেও একই আবেদন। -- Amran.haroon (আলাপ) ১৩:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর সাক্ষাৎকার[সম্পাদনা]

মুনির ভাই, বিনোদ দাদু আসলে প্রীতিলতার ব্যাপারে খুব বেশী একটা বলতে পারবেন না। উনাকে একবার এ কথাটা বলতে শুনেছি। তবে চট্টগ্রাম যুব বিদ্রোহ আর জালালাবাদ যুদ্ধ সম্পর্কে আরো বেশী কিছু জানা যাবে। আমরা তো বই পড়ে জানি আর তিনি তো ঐ যুদ্ধের একজন বীর যোদ্ধা!! জালালাবাদ যুদ্ধে ইংরেজ সৈন্যদের বন্দুকের একটা গুলি উনার গলার বামদিকে ঢুকে ডানদিকে বের হয়ে গিয়েছিল। উনার কাছ থেকে মাষ্টারদা সূর্য সেনের কিছু নুতন তথ্য পাওয়া যেতে পারে। তাঁর মধ্যে একটা আমি সূর্য সেনের ভুক্তিতে যোগ করেছি। আপনি “শেষ দিনগুলো এবং ফাঁসীর বিবরন" অংশে দেখতে পাবেন। Swomitra (আলাপ) ০৪:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ছবির কথা[সম্পাদনা]

বন্ধুবর রাগিব উইকিপিডিয়াতে প্রীতিলতার বাড়ির ছবি দেবার কথা বলেছিল বেশ কিছুদিন আগে। এবারে পূজার বন্ধে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে প্রীতিলতা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত কিছু স্থানের ছবি তুলে নিলাম। প্রথমেই গিয়েছিলাম ধলঘাট যুদ্ধের স্থান সাবিত্রী দেবীর বাড়িতে। ঐ যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সাথে সংঘর্ষে বিল্পবী নির্মল সেন ও অপূর্ব সেন মারা যান। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নির্দেশে মুক্তি পাওয়া চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা সাবিত্রী দেবীর বাড়ির উঠানে একটা স্মৃতিফলক নির্মান করেন। ভগ্নপ্রায় ঐ স্মৃতিফলক এর ছবিটা উইকিতে দিলাম। এর পরেই ঐ বাড়ীর ছবি তুলতে শুরু করব। মূহুর্তের মধ্যে আশপাশ থেকে মহিলাদের কটু কথার মাঝে ছবি তোলা বন্ধ রেখে স্থান ত্যাগ করলাম! আসলে সাবিত্রী দেবীর ঐ বাড়িটা এখন মুসলমান পরিবারের বসতি। ঐ বাড়িতে প্রবেশ নিয়ে তাই এতো বিপত্তি! বীরকণ্যা প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রীতিলতার আবক্ষ মুর্তির ছবি তুললাম। বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ঐ মূর্তি উন্মোচন করেন। সবশেষে গেলাম প্রীতিলতার জন্ম হয়েছিল যে বাড়ীটায় তার ছবি তুলতে। পূর্নেন্দু দস্তিদারের ঐ বাড়িটার সামান্য উঁচু ভিটা ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নাই। বাড়িতে ঢোকার মুখেই আছে শহীদ মিনার। অযত্ন আর অবহেলার উৎকৃষ্টতম উদাহরন হয়ে আছে প্রীতিলতা এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রতিটা স্থান। ব্যাপারটা খুবই লজ্জার। ছবি তোলা শেষে বাডি এসে দেখলাম আমার পা রক্ত খেয়ে জীবন বিসর্জন দেয়া জোঁকের (নাকি আমার!!) রক্তে ভরে গেছে। এমরান হারুনকে তাঁর ব্যস্ততার মাঝে সময় নিয়ে ছবি আপলোড করে দেবার জন্য অনেক ধন্যবাদ। Swomitra (আলাপ) ১৩:৩২, ১৮ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

জোঁক টা তৎকালীন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর আশীর্বাদপুষ্ট! জোঁক এর জোক না করে পারলাম না। জানি এটা মুছে দিতে হবে --Amran.haroon (আলাপ) ০৫:০৯, ১৯ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ছবিগুলো তুলেছেন সৌমিত্র, কিন্তু কমন্সে ছবিগুলোর পাতায় গিয়ে দেখলাম, হারুন ছবিগুলো আপলোড করার সময় ছবির অথার বা লেখক বা মালিকে নামের ঘরে তার নিজের নাম দিয়েছেন। হারুন সাহেবকে অনুরোধ করবো যদি ছবিগুলো সৌমিত্রের তোলা হয় তাহলে লেখকের নাম যেন সৌমিত্রই লিখে দেন। আর আপলোডার হিসেবে হারুনের নামতো থাকবেই।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৫, ১৯ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত দা কে ধন্যবাদ। তাড়াহুড়োই প্রায় সময় ই এই সব খূঁটিনাটি খেয়াল করা হয়না। ঠিক করা হলো। -- Amran.haroon (আলাপ) ০৯:৫৪, ১৯ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

এ তথ্যটা কেউ জানাবেন?[সম্পাদনা]

প্রীতিলতা বিষয়ক একটা তথ্য আমার কাছে আজ়ো অজানা। “প্রীতিলতার মৃতদেহের সৎকার কিভাবে এবং কোথায় হয়েছিল”। বাংলাদেশে বাম রাজনীতির সাথে জড়িত অনেককে এ প্রশ্ন করে কোন উত্তর পায়নি। এপার অথবা ওপার বাংলার কেঊ এ তথ্যটা জেনে থাকলে এ ভুক্তিতে দয়া করে যোগ করে দেবেন। ধন্যবাদ। Swomitra (আলাপ) ০৭:৪৫, ১৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত নিবন্ধে নেয়া[সম্পাদনা]

এই নিবন্ধটা বেশ ভালো অবস্থায় আছে। এটাকে চাইলেই নির্বাচিত নিবন্ধ করা সম্ভব। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১৬, ৫ মে ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এটাকে নির্বাচিত নিবন্ধ করার বিষয়টা কেউ একটু ভেবে দেখবেন? Swomitra (আলাপ) ১৯:৪৫, ১১ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রীতিলতার মেট্রিকুলেশন সার্টিফিকেটে তার নাম দেখতে পাচ্ছি প্রীতিলতা ওয়াদ্দের। আমার মতে স্কুলের সার্টিফিকেটে যেহেতু এটি লেখা আছে তাই এটিই তার সঠিক নাম। পাতাটি প্রীতিলতা ওয়াদ্দের এ সরানোর প্রস্তাব করছি। প্রীতিলতার নাম নিয়ে আগের আলোচনাটিতে দেখলাম এই বিষয়টি কেউ উল্লেখ করেননি। হয়তো কারও চোখে পড়েনি।
--রাহাত (আলাপ) ১৫:৩৮, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রীতিলতা ওয়াদ্দেদার নামেই তিনি বেশি পরিচিত। আমার মতে, সরানো ঠিক হবে না। এছাড়া গুগলিং করে দেখলাম, প্রীতিলতা ওয়াদ্দের নামে 7টি ফলাফল (0.10 সেকেন্ড) দেখাচ্ছে। --লিমন ১৬:৪০, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমিও সারা জীবন প্রীতিলতা ওয়াদ্দেদার নামটিই জেনে এসেছি এবং অধিকাংশ মানুষের কাছে প্রীতিলতা ওয়াদ্দেদার নামেই বেশি পরিচিত। দেখি আর কে কি মন্তব্য করেন এ বিষয়ে। -- রাহাত (আলাপ) ১৭:৩৭, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
সেক্ষেত্রে প্রীতিলতা ওয়াদ্দেদার রাখাই ভালো মনে করছি। অধিকাংশ জায়গায় এই নামটি পরিচিত, তাই শিরোনাম এটিই রাখা যায়। সার্টিফিকেটের নামতো রিডায়রেক্ট করাই আছে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪১, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
তাহলে ওয়াদ্দেদারই থাক। লীড সেকশনে ওয়াদ্দের নামটিও উল্লেখ করে দিয়েছি। -- রাহাত (আলাপ) ১৮:০৪, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]