আলাপ:পাই

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজী থেকে অনুবাদ[সম্পাদনা]

এই নিবন্ধটি আমি মূল ইংরেজী থেকে অনুবাদ করা শুরু করেছি। কাজটা আমি অফলাইন করছি এবং একটা একটা অনুচ্ছেদ ধরে আপলোড করার ইচ্ছা।Munirhasan ১৭:১২, ২৭ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আগামী ১৪ মার্চ পাই দিবস। তার আগে এই নিবন্ধটিকে একটি মানে নিতে পারলে ভালই হবে। Munirhasan ১৭:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

চমৎকার। পাই দিবসের আগে নিবন্ধটি শেষ হয়ে গেলে খুবই ভালো হয়। চালিয়ে যান। আর পাই দিবস, আইনস্টাইনের জন্ম দিবসের পাশাপাশি এই একই দিনে আরেকটি দিবস পালিত হতে যাচ্ছে। এই বছরই প্রথম দিবসটি পালিত হবে। অবশ্য বড় পরিসরে নয়। যুক্তরাষ্ট্রের কয়েকজন ব্লগার পদার্থবিজ্ঞানী মিলে এটা ঠিক করেছেন। এ নিয়ে আমি বিজ্ঞানপুরী নামক ব্লগে একটি ব্লগ লিখেছি। পড়ে দেখতে পারেন। লিংকটা হল: টক লাইক আ ফিজিসিস্ট দিবস। -- মুহাম্মদ ১৯:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমি চালিয়ে যাচ্ছি। শেষ করতে পারলে ১৩ তারিখ প্রথম আলোতে গণিত ইশকুলে ছাপবো, উইকিপিডিয়ার লোগো সহ এবং সেখানে আমাদের সিডি প্রকল্পের জন্য প্রচারণাও থাকবে। কাজেই আরো কেই যোগ দিতে চাইলে পারেন। তবে, দয়া ইংরেজী নিবন্ধের শেষ দিক থেকে শুরু করবেন যাতে ডাবল খাটনি না হয়। Munirhasan ০৭:০৭, ২৯ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি ইংরেজি উইকি থেকে "Use in mathematics and science" অনুচ্ছেদটি পুরো অনুবাদ করছি। -- মুহাম্মদ ০৬:৩৪, ১ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
গ্রেট! আশা করি আমাদের কনভার্জেন্স গ্রেগরি সিরিজের মতো ধীর লয়ে হবে না। Munirhasan ১৫:৫৬, ১ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

পাই দিবস[সম্পাদনা]

পাই দিবসের আগে এটা এখানে শেষ করতে না পারলেও গণিত ইশকুলে গতকাল ছাপতে পেরেছি। সঙ্গে একটা লোগোও দিয়েছি তথ্যঋণ হিসাবে বাংলা উইকিপিডিয়ার। এখন সেটা নিয়মিত ব্যবহার করছি। ভালো সাড়া পাইতে পারি। এখন পাই দিবস, পাই ২২/৭ ইতঃবিদ নিবন্ধগুলো শেষ করতে হবে। এটাতো থাকলোই। Munirhasan ১৪:০৪, ১৪ মার্চ ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]