আলাপ:পর্ণমোচী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিভ্রান্তিকর সংজ্ঞা দিয়ে নিবন্ধের শুরু[সম্পাদনা]

পর্ণমোচী শিরোনামীয় নিবন্ধটি বিভ্রান্তিকর সংজ্ঞা দিয়ে শুরু হয়েছে। “পর্ণমোচী” শব্দবন্ধটি উদ্ভিদ বিদ্যার একটি সুপ্রতিষ্ঠিত পরিভাষা। এর অর্থ : A deciduous tree loses its leaves in autumn and grows new ones in the spring। অন্যদিকে আলোচ্য নিবন্ধের শুরু এই ভাবে, অনেকটা অভিধানের কায়দায়: পর্ণমোচী মানে “পরিপক্ক অবস্থায় ঝরে যাওয়া”[১] অথবা “ঝরে যাওয়ার ঝোঁক”[২] বোঝায়। যেসব বৃক্ষ অথবা গুল্ম ঋতুভেদে পাতা ঝরিয়ে দেয় সেসব ক্ষেত্রে, এবং উদ্ভিদের অন্যান্য অংশসমূহ (যেমন ফুল ফোটার পর পাপড়ি বা পরিপক্ক হয়ে গেলে ফল) ঝরানোর ক্ষেত্রে আদর্শরূপে এটিকে ব্যবহার করা হয়। আরোও সাধারণ অর্থে বললে, পর্ণমোচী মানে হল যে অঙ্গ আর প্রয়োজন নেই, অথবা যে অঙ্গের উদ্দেশ্য ফুরিয়ে গেছে, তার ঝরে যাওয়া। উদ্ভিদে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। বিভিন্ন প্রাণীর অঙ্গের ক্ষেত্রেও একই অর্থ নির্দেশ করা হয়, যেমন হরিণে পর্ণমোচী শিং,[৩] অথবা মানুষসহ কিছু স্তণ্যপায়ীর পর্ণমোচী দুধদাঁত।”

নিবন্ধের সঠিক শিরোনাম হওয়া উচিৎ পর্ণমোচী উদ্ভিদ এবং তা কেবল উদ্ভিদ বিষয়কই হওয়া উচিৎ। যে শব্দের বা শব্দবন্ধের সুনির্দিষ্ট ব্যবহারিক প্রয়োগ রয়েছে এবং, অধিকন্তু, যদি এই প্রয়োগ সুপ্রতিষ্ঠিত হয় তবে এর অন্যথা সমীচীন হবে না। -- EditBangla (আলাপ) ১৪:০১, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]