আলাপ:নীরেন্দ্রনাথ চক্রবর্তী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যসূত্র প্রয়োজন[সম্পাদনা]

This person is indeed famous.. We need to find some references on him.. --user:Dr.saptarshi

জনপ্রিয় কবিতা[সম্পাদনা]

এখানে পুরো টেক্স্ট সংরক্ষণ করা হলো।

অমলকান্তি
অমলকান্তি আমার বন্ধু,/
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।/
রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না,/
শব্দরূপ জিজ্ঞেস করলে/
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,/
দেখে ভারী কষ্ট হত আমাদের।/
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।/
অমলকান্তি সে সব কিছু হতে চায়নি।/
সে রোদ্দুর হতে চেয়েছিল !/
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,/
জাম আর জামরূলের পাতায়/
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।/

আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।/
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।/
সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।/
মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে,/
চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তা হলে'।/
আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।/

আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,/
অনায়াসে সে ডাক্তার হতে পারত,/
যে ডাক্তার হতে চেয়েছিল,/
উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।/
অথচ, সকলেরই ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া।/
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।/
সেই অমলকান্তি - রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে/
ভাবতে-ভাবতে/
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।/