আলাপ:নীতীন বসু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

নীতীন নাকি নীতিন নাকি নিতীন? --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৪, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নীতিন হওয়া উচিত ছিল; চিরকাল তাই দেখেছি। অবসর.নেট-এ রাইচাঁদ বড়ালের পাতায় এই বানানই ব্যবহার করা হয়েছে। --GDibyendu ১২:৪৭, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
নীতিন আবার কোথায় দেখলেন?? সংসদ বাঙালি চরিতাভিধানেও তো নীতীন (দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১৬২)। তাছাড়া ব্যাকরণগতভাবেও নীতিন বানানটি ভুল। কারণ নীতীন = নীতি+ইন। (ই+ই=ঈ) --অর্ণব দত্ত ১৪:২৬, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আজ অবধি যত প্রবন্ধ দেখেছি যেখানে নীতিন বোসের নাম ছিল, সবজায়গাতেই। অবসর.নেট-এর উদাহরণ তো ওপরেই দিয়েছি। ইংরেজি উইকির প্রবন্ধ অবশ্য আমারই লেখা, সেখানে বাংলা নাম 'নীতিন বোস'ই লিখেছিলাম। 'নীতীন' এই প্রথম দেখলাম। এটা সন্ধিজাত শব্দ এটা কোথায় দেখলেন? আমি কখনও দেখিনি। নীতীশ সন্ধিজাত, সেটা ঠিক আছে।--GDibyendu ১৬:৩০, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

অর্ণব দত্ত যেমনটা বলেছেন, সংসদ চরিতাভিধানে "নীতীন বসু" লেখা আছে। নীতীন-এর ব্যুৎপত্তি কী হবে, তা অবশ্য কোথাও পেলাম না। আমাদের কাছে এটাই সবচেয়ে ভাল রেফারেন্স। আরও ভাল রেফারেন্স কি আছে? যেমন ভদ্রলোকের নিজের লেখা বই বা প্রবন্ধ যেখানে উনি ওনার নিজের নাম যে বানানে ব্যবহার করেছেন, তার কোন রেফারেন্স? সেটা পেলেই নীতীন/নীতিন সমস্যার সমাধান হয়ে যায়। --অর্ণব (আলাপ | অবদান) ২০:০৫, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

তবে সংসদ চরিতাভিধান যেহেতু একটি বিশ্বকোষীয় গ্রন্থ, তাই আমাদের সেই সূত্রটাই অবলম্বন করা উচিৎ। কোনও প্রবন্ধে উল্লিখিত বানানের চেয়ে সেটাই ভাল রেফারেন্স। জাহিন যেমন বললেন। ব্যুৎপত্তির ব্যাপারটা আলাদা। সেটা এমনিই বলেছিলাম। --অর্ণব দত্ত ২১:৩৬, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমারই ভুল। আমি অবসর নেটের নিবন্ধটি দেখিনি। তবে নীতিন বানানটিও কোথাও দেখিনি। সেই কারণেই লিখেছিলাম। এই ব্যাপারটি মীমাংসার ভার আপনাদের উপরেই ছাড়ছি।--অর্ণব দত্ত ২১:৪৮, ১১ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]