আলাপ:ডাবলিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূর্ণাঙ্গ অনুবাদ করুন[সম্পাদনা]

সুপ্রিয় @মো. মাহমুদুল আলম: বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে আপনি ডাবলিন নিবন্ধটিতে পূর্ণাঙ্গ অনুবাদ না করেই জমা দিয়েছেন। কিন্তু নিয়মাবলীতে বলা আছে নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না। তাই আপনার নিবন্ধটি গৃহীত হয়নি। অনুগ্রহপূর্বক আপনি en:Dublin নিবন্ধটি পরিপূর্ণ অনুবাদ করে আমাকে জানান। পূর্ণাঙ্গ অনুবাদ করা হলে আমি নিবন্ধটি গ্রহণ করব। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ১৭:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

:@মো. মাহমুদুল আলম: পূর্ণাঙ্গ অনুবাদ করায় গৃহীত হয়েছে। -- ≈ MS Sakib  «আলাপ» ১৯:০১, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো. মাহমুদুল আলম: নিবন্ধে যান্ত্রিক অনুবাদ লক্ষ্য করছি। যেমন: আয়ারল্যান্ড রাজ্যের পার্লামেন্টের পুরানো আইরিশ হাউসগুলি ১৮০১ সালে দ্রবীভূত হয়েছিল, যা কলেজ গ্রীনে অবস্থিত। দয়া করে পুরো নিবন্ধটি পড়ুন ও প্রয়োজনীয় লাইনগুলি ভাবানুবাদ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম: দুঃখিত। নিবন্ধটিতে যান্ত্রিকতা পরিলক্ষিত হওয়ায় নিবন্ধটি পর্যালোচনাধীন রেখে নিবন্ধটি সংশোধনের অনুরোধ করছি। ≈ MS Sakib  «আলাপ» ২০:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ফ্রি হলে করে দেব। ইনশাআল্লাহ। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০২:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান@MS Sakib সংশোধন করা হয়েছে। পড়ে দেখুন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib এটা অনেকদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫০, ১৩ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
এখনও কিছু যায়গায় সমস্যা রয়ে গিয়েছে। একটি অংশ দেখুন:
শতাব্দীর শেষভাগে একটি গ্যালিক পুনরুজ্জীবনে দেখা যায়, যা ডাবলিনে কেন্দ্রীভূত হয় এবং এর সাথে নতুন করে সাহিত্যিক কার্যকলাপ শুরু হয়। এটি শহুরে আইরিশের অবিচলিত পুনর্নবীকরণের আশ্রয়দাতা ছিল।
এরকম বাক্যগুলো সংশোধন করার অনুরোধ করছি। -- ≈ MS Sakib  «আলাপ» ১২:৫৮, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib@আফতাবুজ্জামান প্রতিযোগিতার লিংক পাচ্ছি না। লিংক দেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:৫৮, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম, "উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২" এটা প্রতিযোগিতার মূলপাতা। উইকির অনুসন্ধান বক্সে খোঁজার সময় যাতে বড় নাম লিখতে না হয়, সেজন্য একটা শর্টকার্ট তৈরি করেছিলাম। wp:OENP22 লিখলেই প্রতিযোগিতার পাতায় যেতে পারবেন। -- ≈ MS Sakib  «আলাপ» ১৫:৪০, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib কোন অনুচ্ছেদে উক্ত অংশ আছে। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৩৬, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib আমি পেলাম না। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৫৭, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম, এই লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন। এটা একটা উদাহরণ মাত্র। আরও কয়েক জায়গায় এরকম সমস্যা আছে। এটি সংশোধন করার পর আপনি অনুগ্রহ করে আবার পুরো নিবন্ধটা পড়ুন, এবং যান্ত্রিক বাক্য বা বাক্যাংশগুলো সংশোধন করুন। -- ≈ MS Sakib  «আলাপ» ১৮:৩৪, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib এখন পড়ে দেখেন, ঠিক আছে। কিছু শব্দ বিশেষ্যপদ হিসাবে আছে। এর অনুবাদ হয় না। তবে “শতাব্দীর শেষভাগে একটি গ্যালিক পুনরুজ্জীবনে দেখা যায়, যা ডাবলিনে কেন্দ্রীভূত হয় এবং এর সাথে নতুন করে সাহিত্যিক কার্যকলাপ শুরু হয়। এটি শহুরে আইরিশের অবিচলিত পুনর্নবীকরণের আশ্রয়দাতা ছিল।” এ বাক্যটি পেলাম না। -- 118.179.136.193 (আলাপ) ০৪:৪২, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম আজব ব্যপার! আপনি কি পুরো নিবন্ধ পড়েন নি? নাকি না পড়েই অনুবাদক সফটওয়্যারের অনুবাদ বসাতে গিয়ে কোথায় কী লেখা আছে, সেটাই খেয়াল করেননি? আগের বার্তাতেই আমি একটা লিংক দিয়েছিলাম, যেটারে ক্লিক করলেই ওই নিবন্ধে নিয়ে গিয়ে ঠিক ওই বাক্যকে "হাইলাইট" করে দেখায়। সেটাও যদি না বুঝেন, আর না পড়েই যদি অনুবাদ করে থাকেন, তাহলে পুরোবাক্যটি বা বাক্যটির কিছু অংশ কপি করে এই নিবন্ধে গিয়ে আপনার ডিভাইসের ব্রাউজারের "ফাইন্ড ইন দিস পেজ" টুলের মাধ্যমে খুঁজে বের করুন। আর, সেটাও যদি না পারেন(!), তাহলে বলে দিচ্ছি, এই বাক্যটি নিবন্ধের "আইরিশ ভাষা" অনুচ্ছেদে আছে। আর, অবশ্যই লগ-ইন করে বার্তা দিবেন। -- ≈ MS Sakib  «আলাপ» ০৯:৫৬, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib নিবন্ধটাতে বুদৎপত্তিতে কি করেছেন ঠিক করে দেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৫:৪৩, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম, আমি আবার কী করলাম! নিবন্ধের ইতিহাস দেখুন, এই পাতায় আমি কোনও সম্পাদনাই করিনি। আপনার সম্পাদনার কারণেই এমনটা হয়েছে। আর, শব্দটা "বুদৎপত্তি" নয়, বুৎপত্তি। যাইহোক, ঠিক করে দিয়েছি। -- ≈ MS Sakib  «আলাপ» ২০:৩৭, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম ভাই, আমার একটা পরামর্শ হল ভাবানুবাদ করেন। বড় জটিল ইংরেজি বাক্যকে ভেঙে বাংলায় ছোট ছোট বাক্য আকারে লিখুন। তাহলে সাজিয়ে লিখতে পারবেন ও অনুবাদ প্রাঞ্জল হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৮, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ডাবলিন নিবন্ধটা খুব ভেজালি। অনেক শ্রম দিয়েছি। এখনো নাকি ঠিক হয় নাই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:৫৪, ১৮ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম: আপনি নিবন্ধটির প্রতিটি লাইন পড়েন ও ভুল লাইন পেলে তা ভাবানুবাদ করে ঠিক করেন। পড়েন, তাহলে ভুল খুঁজে পাবেন। উদাহরণ: আমি অজানাক্রমে একটি অনুচ্ছেদ পড়তে যেয়ে এই লাইনটা পেলাম: "কিছু ঐতিহাসিকদের মতে, শহরের প্রথম দিকের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি অংশ দাসদের ব্যবসার জন্য দায়ী ছিল"। যেটা পড়ে আমি অর্থ বুঝতে পারিনি। এই লাইনটি ভাবানুবাদ দরকার।
আরেকটি উদাহরণ: আপনি লিখেছেন "এই পুলটি ১৮ শতকের গোড়ার দিকে সম্পূর্ণরূপে ভরাট হয়ে গিয়েছিল, যখন শহরটি প্রসারিত হয়েছিল।" অথচ লাইনটি এভাবে লিখলে সুন্দর হত: "শহরটি সম্প্রসারিত হতে থাকলে, অষ্টাদশ শতকের গোড়ার দিকে এই জলমগ্ন এলাকাটি সম্পূর্ণরূপে ভরাট হয়ে যায়"। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:১২, ১৮ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম: আপনি কি নিবন্ধটা সংশোধন করবেন না? সংশোধন না করলে এই অবস্থাতে এসেও এটা "বাতিল" হয়ে যাবে। -- ≈ MS Sakib  «আলাপ» ০৭:৪০, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রতিযোগিতার লিংক দেন -- 118.179.136.193 (আলাপ) ১৮:২০, ১১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

এখন দেখেন ঠিক আছে কি না মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:৫৯, ৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@মো. মাহমুদুল আলম: আমাকে পিং না করায়, এতদিন আমার নজরে আসেনি। এখন প্রায় ঠিকঠাক আছে নিবন্ধটি। তবে আরেকটু হাত লাগালে আরও ভালো হতো। আর, নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করুন। চিন্তা করবেন না, নিবন্ধটি প্রায় গ্রহণ করার পর্যায়ে চলে এসেছে। ঠিকঠাক করে জানালেই গ্রহণ করব। -- ≈ MS Sakib  «আলাপ» ১২:০৮, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম: অনুস্মারক। ≈ MS Sakib  «আলাপ» ২০:১৫, ৩১ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib কয়টাদিন ব্যাস্ত আছি। ফ্রি হলে সম্পূর্ণটা নজর দেব। ইনশা আল্লাহ। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৩:১১, ১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম: ২ মাস আগে প্রতিযোগিতা শেষ হওয়ার পরেও আপনি আরও সময় চান! ২ মাস তো অনেক অনেক লম্বা সময়। ≈ MS Sakib  «আলাপ» ১৩:৩৯, ১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib অনার্সের খাতা মূল্যায়ন করে পাঠাতে হবে। সে কাজে ব্যাস্ত আছি। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:২৮, ১ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো. মাহমুদুল আলম: নিবন্ধটিকে তাহলে গৃহীত হয়নি হিসেবে চিহ্নিত করছি। এখনও অনেক সমস্যা রয়ে গেছে। ≈ MS Sakib  «আলাপ» ২১:৪০, ২৩ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]