আলাপ:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"একমাত্র" সম্পূর্ন আবাসিক -is a categoric statement. Doubly categoric:

  1. সম্পূর্ন আবাসিক, explicitly meaning day scholars not allowed
  2. সম্পূর্ন আবাসিক, explicitly meaning there are no other completely residencial Universities in Bangladesh

Can someone verify them? Somebody from জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় may be able to do the first. But the second one is more difficult unless somebody knows about all the Universities of Bangladesh. I dont know much about Bangladesh. Can somebody tell me how many Universities are there in Bangladesh? then we can make a template with a list, like the way Zaheen bhai have been doing for languages and Taal etc--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১০:৫২, ২ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, জাবি শুরু থেকে বাংলাদেশের একমাত্র আবসিক বি.বি. এখানে হলের সিট অনুযায়ি ছাত্র ছাত্রি ভর্তি করা হয়। আমি জাবির ২১ তম ব্যাচের ভুগোলের ছাত্র। বাংলাদেশের আর কোন বি বি তে এইরূপ ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। Mamun2a ১১:২৪, ২ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

সঠিক তথ্য[সম্পাদনা]

হলের তথ্য গুলে জাবির পড়ুয়া কেউ ঠিক করে দিলে ভাল হয়। আমি ও চেষ্টা করব সঠিক তথ্য উপস্থাপনের।

Mamun2a ০৯:১০, ৪ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

জাহাঙ্গীরনগর সরকারী না পাবলিক বিশ্ববিদ্যালয়?[সম্পাদনা]

সরকারী বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা দরকার। Government University আর Public University একই অর্থ বহন করেনা; দুটির দ্যোতনা ভিন্ন রকম। আমার বিবেচনায়, ১৯৭৩ এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে মোটেই সরকারী বিশ্ববিদ্যালয় বলা চলেনা। বিশ্বের জ্ঞান চর্চার ক্ষেত্রগুলোকে সে দেশের সরকার সবসময়েই নিজেদের কতৃত্বের ভেতর রাখতে চেয়েছে, আমাদের দেশের ইতিহাসও এর ভিন্ন কিছু নয়, পাকিস্তানের শাসকগোষ্ঠী বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রের ওপর নিয়ন্ত্রন আরোপের জোর চেষ্টা করেছিলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বানাতে চেয়েছিলো সরকারী কর্মচারীর মতো অনুগত। স্বাধীন পরিবেশ ছাড়া যে জ্ঞানচর্চার বিকাশ সম্ভব নয়- একথা উপলব্ধি করেই স্বাধীনতা-পরবর্তী কালে বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আইনগত ভিত্তি দেয় ‍‍’৭৩-এর অধ্যাদেশ। এই অধ্যাদেশের সীমাবদ্ধতা বা অপপ্রয়োগ- একটি ভিন্ন আলোচনা, ভিন্ন বিতর্ক।

আমার প্রস্তাব, Public Universityর যথার্থ পরিভাষা না হওয়া পর্যন্ত (সকলের কাছে প্রস্তাবনার আহবান থাকলো)'পাবলিক বিশ্ববিদ্যালয়' শব্দটি ব্যবহার করা উচিত। অন্তত, ’৭৩-এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত ৪টি বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা উচিত। যদিও তাদের স্বায়ত্ত্বশাসন আজ সংকটের মুখে।--মাহবুব ইরান ২১:১৫, ২৪ মে ২০০৯ (ইউটিসি) মাহবুব ইরান ‌‍[উত্তর দিন]

হলসমূহ[সম্পাদনা]

হলগুলোর জন্য আলাদা একটা পাতা খুললে ভালো হতো। হল সম্পর্কিত তথ্য অনেক এবং আরো তথ্য যোগ করতে হবে। সজল (আলাপ) ২০:৩৬, ৩ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]