আলাপ:জামাল নজরুল ইসলাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জামাল নজরুল ইসলাম এক সময়ে আন্তর্জাতিক মানের কাজ করেছেন। তিনি বিজ্ঞানী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন। এমন এক গুণীজনের জীবনী জীবনকালেই উইকিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত নিঃসন্দেহে।

কিন্তু এই রচনার অবয়ব উইকির আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী। এর অধিকাংশ অধ্যাপক ইসলামের জীবনদর্শন নিয়ে, যা আমার জানা মতে অপ্রকাশিত এবং অনেকের কাছে তত গুরুত্বপূর্ণ না-ও মনে হতে পারে।

তাঁর প্রমাণযোগ্য বৈজ্ঞানিক অবদান ও একজন সফল শিক্ষক হিসাবে ভূমিকাই এর মূল বিষয় হওয়া দরকার। সমগ্র লেখাটাই নতুন করে লিখতে হবে।। --হুসায়েন ১১:৪১, ১৯ জুলাই ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফটো হাপিশ?[সম্পাদনা]

জামাল নজরুল ইসলাম-এর একটি ফটো ছিল এই নিবন্ধে। কে হাপিশ করলো? কেনই-বা? -Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩৪, ২৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

কপিরাইট ভঙ্গ[সম্পাদনা]

নিবন্ধটির প্রায় পুরাটাই গুণীজন ডট কমের এই পাতার কপি কিংবা close paraphrase। এভাবে লাইন বাই লাইন ক্লোজ প্যারাফ্রেইস করাটাও কিন্তু কপিরাইট ভঙ্গের আওতায় পড়ে। --রাগিব (আলাপ | অবদান) ১৩:২২, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

তিনি অর্থনীতিবিদ?[সম্পাদনা]

নিবন্ধের শুরুতে জানানো হচ্ছে: “জামাল নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও অর্থনীতিবিদ।” - কিন্তু তিনি তো অর্থনীতিবিদ ছিলেন না? সাত দিনের মধ্যে নিশ্চায়ন না করলে “অর্থনীতিবিদ” অবলোপন করার প্রস্তাব করছি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ‘অধ্যাপক জামাল নজরুল ইসলাম অর্থনীতিবিদ’ এ তথ্যটি ৬ ডিসেম্বর ২০১১ (১৪:২৭)অবদানকারী ব্যবহারকারী:Adib Khaled যোগ করেছেন। - EditBangla (আলাপ) ০০:৪৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]