আলাপ:জামালপুর জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

/* কৃতী ব্যক্তিত্ব */ মো: আব্দুল কাদের মাষ্টার, গুঠাইল হাই স্কুল (এক আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ)[সম্পাদনা]

গুঠাইল হাই স্কুল, জামালপুর ইসলামপুরের ঐতিহ্যবাহী ও পুরাতন একটি স্কুল। এই স্কুলের জন্মলগ্ন থেকেই তিনি শিক্ষকতা করে আসছিলেন। এই স্কুল থেকে যত শিক্ষার্থী বের হয়ে গেছে সবাইকে যদি জিগ্যেস করা হয় এ যাবতকাল পর্যন্ত এই স্কুলে যারা শিক্ষকতা করেছেন তাদের মাঝে সবচেয়ে আদর্শবান শিক্ষক কে ছিলেন? সবাই এক বাক্যে তার নাম বলবে। যিনি প্রত্যকটা ছাত্র-ছাত্রীর হ্রদয়ে প্রিয় স্থানটি দখল করে নিয়েছিলেন, আবার প্রত্যকটা ছাত্র –ছাত্রী তাকে যমের মত ভয়ই করত। যিনি ছাত্রদের শাষন করার জন্য মাসে একবার সাত আটটি বাশের কঞ্চি একসাথে বেধে ছাত্রদের মারার জন্য ক্লাসে ঢোকতেন, কিন্তু তার প্রিয় ছাত্ররা যেন ব্যথা না পায় সেজন্য মালেক দপ্তরীকে দিয়ে প্রত্যকটা কঞ্চির গিটায় গিটায় কেটে রাখতেন যাতে একটি মার দিলেই কঞ্চিটি ভেংগে যায়। বাড়ী থেকে স্কুলে যাওয়া আসার পথে একটি বাজার (গুঠাইল বাজার) ছিল। কিন্তু সে বাজারের ভিতর দিয়ে না গিয়ে বাজারের পিছন দিকের রাস্তা (বর্তমানে যেটা পাইলিং রোড) দিয়ে ঘুরে স্কুলে যেতেন, কারন বাজারের কোন চায়ের ষ্টলে তার কোন ছাত্র চা খাওয়ায় মত্ব বা কেউ হয়ত সিগারেট খাচ্ছে, এটা তার নজরে পড়লে পাছে তার প্রতি শ্রদ্ধা কমে যায় এই ভয়ে। শুধু শিক্ষককতা নয় ব্যাক্তি ও সমাজ জীবনেও সে অনুসরনীয় । স্কুলের সাংস্কৃতিক উৎসব গুলোতে মাঝে মাঝে নাটকের আয়োজন করা হত, তিনি নিজে সিরাজদেৌলার ভুমিকায় অভিনয় করতেন তার অভিনয় দক্ষতা দেখে দর্শকদের শরীরের রক্ত টগবগ করে উঠত। তিনি এমন যুক্তিবাদী ও বাগ্মী ছিলেন যে, তার রাজনৈতিক বক্তৃতা শোনার জন্য লোকজন সাত মাইল দুরে থেকে পায়ে হেটে আসত, তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত এই শেষ বক্তার বক্তৃতা শোনার জন্য। মহান স্বাধীনতা যুদ্ধের সময় যিনি মুক্তি যোদ্ধাদের একত্রিত ও সংগঠিত করার কাজটি করে গেছেন। যার ফলে পাক হানাদার আর তারই গ্রামের আদর্শচ্যুত্য কিছু লোকের অত্যাচারে ঘর সংসার ছেড়ে যমুনার দুর্গম চরাঞ্চলে তাকে বেশীর ভাগ সময় কাটাতে হয়েছে। হ্যা আমি বলছি গুঠাইল হাই স্কুলের কাদের স্যারের কথা। তার নামটি এখানে থাকা উচিৎ ছিল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।[সম্পাদনা]

বাছেতপুর দেওয়ানগঞ্জ জামালপুর। মাহিম আহমেদ (আলাপ) ০৮:৫১, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]