আলাপ:জনগণমন-অধিনায়ক জয় হে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

জন গন মন তিনটা আলাদা শব্দ, তাই নয় কি?--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩০, ২৫ আগস্ট ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

মূল কবিতা/গানে তো তিনটা আলাদা শব্দ, তাই না? আর গানটি কী নামে পরিচিত? ইংরেজি উইকি, ভারতের সাংবিধানিক কাউন্সিলের (১৯৫০) ট্রানস্ক্রিপ্ট সহ সর্বত্র তো "জন গণ মন" কেবল এই নামটিই ব্যবহার হতে দেখছি। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫১, ২৫ আগস্ট ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

'জন গণ মন' নয় কেন[সম্পাদনা]

জনগণমন-এর ইংরেজি ট্রান্সক্রিপশনে তিনটি শব্দ আলাদা করে লেখা হয়ে থাকে। কিন্তু গীতবিতানে ও সঞ্চয়িতার বাংলা পাঠে এগুলি সমাসবদ্ধ পদ হিসাবে একত্রে লেখা হয়। সেই কারণে বাংলায় কোথাও তিনটি শব্দ আলাদা করে লেখা হয় না। উইকিপেডিয়া বাংলায় নিশ্চয়ই বাংলা নিয়মই অনুসরণ করা শ্রেয়। তাই নয় কি?--অর্ণব দত্ত ০৬:০৪, ২০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

গীতবিতান অনুসারে বাংলা পাঠটি দেওয়া হল। এতে বানান ও ভাষারীতি সংক্রান্ত প্রশ্ন থাকলে তার উত্তর পেয়ে যাবেন।--অর্ণব দত্ত ০৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]