আলাপ:চাঁপাইনবাবগঞ্জ জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুন্ডুমালা হাঁট[সম্পাদনা]

মুন্ডুমালা হাঁট তানোর থানার একটি উল্লেখযোগ্য হাঁট Rezaul Ahmed (আলাপ) ১৭:২১, ৬ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নবাবগঞ্জ জেলা - পাতার অপসারণ সংক্রান্ত[সম্পাদনা]

কেবল মাত্র বাংলাদেশের ক্ষেত্রে কোন জেলা বা উপজেলার সংক্ষিপ্ত নাম কিংবা উপনামে কোন পাতা রাখার পক্ষপাতী নই আমি। কেউ কেউ বলে থাকেন যে, অনেকেইতো সেই উপনাম বা সংক্ষিপ্ত নামে এলাকাটির খোঁজ করেন; তাদের জন্য আমার বক্তব্য হলোঃ সংক্ষিপ্ত বা উপনাটিও মূল / প্রকৃত নামের নিবন্ধে যুক্ত করে দিলেই এই সমস্যার সমাধান হয় যায় এবং গুগল সার্চ করলে সেই মূল / প্রকৃত নামের নিবন্ধটি প্রদর্শন করে। মনে রাখতে হবে - প্রশাসনিক যে-কোন কাজে বা সরকারিভাবে যেই নামটি প্রচলিত / ব্যবহৃত হয় সেটিই ঐ অঞ্চলের প্রকৃত নাম ও বানান; কাজেই উইকিতে রাখার জন্য সেটিই সবচেয়ে উপযুক্ত। - Ashiq Shawon (আলাপ) ০৪:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]