আলাপ:চাঁদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চাঁদের ইংরেজি নামের ব্যুৎপত্তি নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে গেছে (সম্ভবত ইংরেজি উইকি থেকে অনুবাদ করার পার্শ্ব-প্রতিক্রিয়া)। এর বদলে চাঁদের বাংলা নামের উৎস এবং চাঁদের বিভিন্ন বাংলা নাম (শশী, সোম??) ইত্যাদি নিয়ে আলোচনা বেশি করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৫৯, ১৫ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

চন্দ্র থেকে চাঁদ এটা অর্ধতত্সম না তদ্ভব?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:২৬, ১৫ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই বাক্যটায় অনেক ভুল আছে : "বেরিকেন্দ্র নামে পরিচিত একটি সাধারণ অক্ষের সাপেক্ষে পৃথিবী এবং চন্দ্রের ঘূর্ণনের ফলে যে মহাকর্ষীয় আকর্ষণ এবং কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয় তা পৃথিবীতে জোয়ার-ভাটা সৃষ্টির জন্য অনেকাংশে দায়ী।"

  1. মহাকর্ষীয় আকর্ষণ ঘূর্ণনের ফলে হয় না
  2. ঘূর্ণনের ফলে কেন্দ্রাতীগ (centrifugal) বল হয় বটে কিন্তু তার জন্য জোয়ার ভাঁটা হয় না। এখানে দেখুন ( en:Ebb_tide#Forces) । কেন্দ্রাতীগ (centrifugal) বল বল কেবল rotating frame of reference হলে থাকে আর inertial frame হলে থাকে না জোয়ার ভাঁটা দুইতেই দেখা যায়। আরো ভাল করে বোঝানো আছে এখানে : http://www.vialattea.net/maree/eng/index.htm
  3. "বেরিকেন্দ্র নামে পরিচিত একটি সাধারণ অক্ষের" বদলে সাধারণ ভরকেন্দ্র বলা ভাল।

--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:২৪, ১৫ অক্টোবর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]