আলাপ:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিসংখ্যান[সম্পাদনা]

একটা ম্যাগাজিনে[১] একটা পরিসংখ্যান পেলাম। উপযুক্ততার বিচারে যুক্ত করার অনুরোধ থাকলো:

  • প্রতিষ্ঠা: ১৯৬৬ খ্রিষ্টাব্দ
  • আয়তন: ১,২৫৭.৮২ একর
  • ফ্যাকাল্টি: ৬
  • বিভাগ: ৩৫
  • ইনস্টিটিউট: ৩
  • রিসার্চ সেন্টার: ৫
  • অধিভুক্ত ফ্যাকাল্টি: ১
  • অধিভুক্ত ইনস্টিটিউট: ২
  • অধিভুক্ত কলেজ: ৮
  • হল: ৯ (ছাত্র ৬, ছাত্রী ৩)
  • হোস্টেল: ১ (ফরেস্ট্রি)
  • শিক্ষার্থী: ১৭,৯২৮ (ছাত্র ১৩২৫৪, ছাত্রী ৪৬৭৪)
  • শিক্ষক: ৬৭৬
  • অফিসার: ২৯৬
  • তৃতীয় শ্রেণীর কর্মচারী: ৪৭৮
  • চতুর্থ শ্রেণীর কর্মচারী: ১১৮০

___________
তথ্যসূত্র:

  1. দক্ষিণ জনপদের প্রদীপ্ত আলোক মশাল, তাছলিমা কাউছার হ্যাপী; [মাসিক] আবহ, বর্ষ ৩, সংখ্যা ১, মার্চ ২০১০ সংখ্যা; বড় মগবাজার, ঢাকা থেকে প্রকাশিত; পৃষ্ঠা ৫১-৫৬।

 —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৩, ১৪ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

উল্লেখিত তথ্যাবলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ২০০৮ সালের ডায়েরী থেকে হুবহু নেয়া হয়েছে। এটি সাম্প্রতিক পরিসংক্ষ্যান নয়। আমার সংগ্রহে এই ডায়েরী আছে (পরবর্তী সংখ্যা নেই)। মাসিক আবহ-তে ২০০৮ সালের পরিসংখ্যান মার্চ ২০১০ এ প্রকাশিত হয়েছে। এ হলো আমাদের দেশের তথ্যের অবস্থা। হায় সেলুকাস! ----Cool BD (আলাপ | অবদান) ০৮:৪৩, ১৭ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আপ-টু-ডেট থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই সেলুকাস! কী আর করার। নিজে সঠিকটা না করা পর্যন্ত অন্যেরটা কিভাবে ক্রিটিসাইয করি? তাই আপাতত নিজে সঠিকটা করার জন্য মুখিয়ে আছি...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:০০, ১৭ আগস্ট ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ডিপার্টমেন্ট ও অনুষদ সহ একটা টেম্প্লেট বানানো উচিত । আর ডিপার্টমেন্টগুলোর নামে নিবন্ধ খোলা যেতে পারে। প্রবীর ঘোষ (আলাপ) ১৫:০৯, ২৮ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

চবি আরো কয়েকটি ছাত্র রাজনীতির সংগঠন আছে তা যুক্ত করা হোক[সম্পাদনা]

আরো যুক্ত করা হোক আহমদ মাছুম (আলাপ) ১৫:৪৮, ৯ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্ষনিকের আগন্তুক (আলাপ) ০৬:৩৬, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি উইকিপিডিয়ার মত প্রদানকৃত ডিগ্রিগুলোর নাম উল্লেখ করা যেতে পারে।[সম্পাদনা]

ইংরেজি উইকিপিডিয়ার মত প্রদানকৃত ডিগ্রিগুলোর নাম উল্লেখ করা যেতে পারে।

সম্পাদনার অনুরোধ, ১ এপ্রিল ২০১৮[সম্পাদনা]

Md Emdadul Islam Reyad (আলাপ) ১৯:০৩, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি) রাজনৈতিক ছাত্র্সংগঠনের তালিকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র ছাত্র্সংগঠন "ইসলামী ছাত্রসেনা" যোগ করার অনুরোধ করছি[উত্তর দিন]

করা হয়নি। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ১১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ৪ মে ২০১৯[সম্পাদনা]

  • "লোকজ সাংস্কৃতিক
  • "অঙ্গন, চবি"
  • "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ"

এই তিনটি সাংস্কৃতিক সংগঠন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সফলভাবে ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক সংগঠন হিসেবে এই তিনটি সাংস্কৃতিক সংগঠনের নাম সংযুক্ত করার অনুরোধ জানাচ্ছি। --119.30.35.161 (আলাপ) ১৩:৩৬, ৪ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

যোগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৩, ৯ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ[সম্পাদনা]

এখানে বিভিন্ন মেডিকেল কলেজের নাম উল্লেখ করা হয়েছে। পূর্বে এগুলো চবির অন্তর্ভূক্ত ছিল, কিন্তু এখন এগুলো আর নেই। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত করা হয়েছে এগুলোকে। আমার মনে হয় এগুলো মুছে ফেলা উচিত।--রাফি * জিজ্ঞাসা ০৫:৩৬, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ২৪ অক্টোবর ২০২১[সম্পাদনা]

পরবর্তীতে ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ছিলো।< লাইনটি বাদ দিলে লেখাটি মান বাড়বে / Smshaheen1974 (আলাপ) ০৯:০১, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Smshaheen1974: "২০১৩ সালের শাহবাগ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ ছিলো" তথ্যসূত্র? -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৮, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উপাচার্যদের ছবি যোগ করতে চাই[সম্পাদনা]

এ পাতায় উপাচার্যদের তালিকায় বেশ কিছু উপাচার্যের ছবি যুক্ত নেই। আমি যদি ছবিগুলো যুক্ত করতে চাই তবে নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করে উইকিমিডিয়ায় আপলোড করতে হবে। সে ক্ষেত্রে কি আমি "This is not my work" সিলেক্ট করে আপলোড করব?

@আফতাবুজ্জামান ভাইয়ের মতামত কামনা করছি


M Emdadul Islam (আলাপ) ০২:৫০, ৩১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@M Emdadul Islam, না, করলে আপনি কপিরাইট লঙ্ঘন করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ০৮:২৩, ৩১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমি জানতে চাচ্ছি উইকিমিডিয়ায় উনাদের ছবিগুলো আপলোড করার পদ্ধতি কী হবে?
"This is not my work" অপশন ক্লিক করে ওয়েবসাইটের লিংক দিলেই কি হবে?
নাকি অন্য কোনো পদ্ধতি আছে?
সহজ পদ্ধতিটি জানালে উপকৃত হব
M Emdadul Islam (আলাপ) ০৮:৩৯, ৩১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@M Emdadul Islam, ছবি যদি আপনার নিজের হাতে তোলা হয়, তবে কমন্সে আপলোড করুন। অন্যথায় আপলোড করবেন না, কেননা ছবি আপনার নিজের তোলা না হলে যত উপায়েই আপলোড করুন না কেন তা অপসারিত হবে।
তবে ব্যক্তি যদি মৃত হয়, আপনি তার ছবি উইকিপিডিয়ায় আপলোড করতে পারবেন। আপলোড করতে এখানে যান ও "এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক ব্যবহারযোগ্য চিত্র" লেখার উপর ক্লিক করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৪, ১ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]