আলাপ:ঘুঁটে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

cow dung হল গোবর, ঘুঁটের ইংরাজী হবে "cow dung biscuit" বা সেরকম কিছু (en iw টা কি fix করা উচিৎ?) --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০১:৩৩, ১৪ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

I did a google search for ঘুঁটে and could see a discussion: "সাধারণত পাটখড়িতে মাখিয়ে রোদে শুকিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময়ে গোল থাব্‌ড়া মার্কা ঘুঁটেও দেখা যায়।" in the blog: http://banglacricket.com/alochona/archive/index.php/t-14701-p-5.html Has anybody seen such ঘুঁটে? পাটখড়ি কি? পাটকাঠি (প্যাকাঠি?) আমি তো এরকম কাঠিতে মাখানো ঘুঁটে দেখিনি! --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৩৩, ১৪ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আমাদের গ্রামের বাড়িতে পাটখড়ি/পাটকাঠিতে মাখানো ঘুঁটে দেখেছি। এগুলো লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়। যতদূর মনে পড়ছে এতে কাঠি গুলোর জ্বালানি ক্ষমতা বৃদ্ধি পায়।--রাজিবুল ০৩:৫৮, ১৪ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]