আলাপ:গ্রেনাডা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:গ্রানাডা (রাষ্ট্র) থেকে পুনর্নির্দেশিত)

নামের উচ্চারণ[সম্পাদনা]

"Grenada" আর "Granada" বানান দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। একটি "ে" আর আরেকটি "া"। এই হিসাবে এই নিবন্ধটির নাম গ্রেনাডা হওয়া উচিত। --আফতাব (আলাপ) ২৩:২৮, ৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়টি একদম সঠিক - উচ্চারণ ও বানান উভয়ক্ষেত্রেই। তবে, দুটো বিষয়ের দিকে নজর দেয়া প্রয়োজন -
  • গ্রেনাডা (মূল শিরোনাম); পুণঃনির্দেশনা বর্তমান নাম;
  • যেহেতু রাষ্ট্র, তাই বন্ধনীতে (রাষ্ট্র) না লেখাই বাঞ্ছনীয়। দ্ব্যর্থতা নিরসনকল্পে গ্রানাডা (দ্ব্যর্থতা নিরসন) তো রয়েছেই!

অন্যদিকে, মোহাম্মদ রফি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী; কোনরূপ আলোচনা না করেই বন্ধনী যুক্ত করা হয়েছে ও নিবন্ধের সৌন্দর্য্যহানি ঘটেছে। মূল নামকে রেখে দেয়াই উত্তম। - Suvray ১৫:২৩, ৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

মোহাম্মদ রফি আমি ঠিক করে দিচ্ছি। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
সুব্রতদা, আসলে মোহাম্মদ রফি নামে অনেকগুলি নিবন্ধ রয়েছে বলেই সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির নামের সাথে বন্ধনী যুক্ত করে আলাদা করতে চেয়েছিলাম। এতে নিবন্ধের সৌন্দর্য্যহানি ঘটে থাকলে সত্যি দুঃখিত। আফতাবকে ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১০, ৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]