আলাপ:গাধা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিভাষা[সম্পাদনা]

আর্টিওডাক্টাইলা এবং পেরিসোডাক্টাইলার বাংলা যুগমখুর ও অযুগ্ম-খুর/বিযুগ্ম-খুর হবে? নাকি তার থেকে ভালো বংলা কেউ বলতে পারবেন? খুর না ক্ষুর? সাদা বাংলায় যুগ্ম-খুর-দের অর্থাৎ গরু ছাগলদের "চেরা-খুর"ও বলা হয়। কিন্তু ড্যাক্টাইল শব্দটির আসল মানে খুর নয় আঙুল। খুর মানে আসলে পরিবর্তিত নখ। এবং ক্ষুর ছাড়া কোন জন্তুকে যুগ্ম-আঙুল অযুগ্ম-আঙুল বলা হয় না ও তা একটু আদ্ভুত শোনায়। In fact artiodactyla and perisodactyla are mostly the hooved subset of ungulates। আঙ্গুলেট ungulateমানে যারা পায়ে নয়, আঙুলের ডগা বা নখে ভর দিয়ে চলে। তাছাড়া সব স্তন্যপায়ীই পাঁচ আঙ্গুল বিশিষ্ট, তবে ঘোড়ার মত কারো মধ্যমা ছাড়া অন্য আঙুল গুলি খুব ছোট, বা গরু ভেড়ার মত কারো মধ্যমা এবং অনামিকা ছাড়া বাকিগুলি খুব ছোট (কারো প্রায় অস্থিসন্ধির মধ্যেই গুপ্ত) কিন্তু বিবর্তনগতভাবে বা ভ্রুণের বিকাশ দেখলে আসলে পাঁচটিই আছে। তাই আমি বহুদিন আগে যুগমখুর ও অযুগ্ম-খুর এই প্রতিশব্দ ব্যবহার করেছিলাম। কিন্তু এই প্রতিশব্দ কোন উৎস থেকে নেওয়া না আমার নিজের তৈরী আমার মনে নেই। আমি তখন উইকিপেডিয়াতে আপেক্ষাকৃত নতুন ছিলাম। যদি প্রতিভাষাটি আমার নিজের তৈরী হয়ে থাকে তহলে তা directly উইকিপেডিয়াতে ব্যবহার করা ঠিক হবে না। তাই আমি অন্যদের এব্যাপারে মন্ত্যব্য রাখতে অনুরোধ করবো।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৮:৫৩, ১৫ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

Bones of right fore feet of existing Artiodactyla. From left to right: Pig (Sus scrofa), Red deer (Cervus elaphus), and Camel (Camelus bactrianus). U = ulna, R = radius, c = cuneiform, l = lunar, s = Scaphoid, u = Unciform, m = Magnum, td = Trapezoid. In the Sheep and the Camel, the long compound bone, supporting the two main (or only) toes is the cannon bone.

ইংরাজী উইকিতে এন্সাইক্লোপিডিয়া ব্রিটানিকার এই ছবিটি আছে, সময় পেলে কমন্সে আপ্লোড করে নিতে হবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:২০, ১৫ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপলোড করা হয়েছে। অয়ন ১৭:১৭, ১৭ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক ধন্যবাদ অয়ন।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২২:৪৪, ১৭ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

সংশোধন প্রয়োজন[সম্পাদনা]

@Anish Jana001246: নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিনন্দন! আপনি এই নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ না করেই পর্যালোচনার জন্য জমা দিয়েছেন। এছাড়া এই নিবন্ধের প্রায় পুরোটা জুড়েই যান্ত্রিক অনুবাদ পরিলক্ষিত হচ্ছে। অনুগ্রহ করে অনুবাদ সংশোধন করে একটি ভালো অবস্থায় আনুন যাতে সহজে সবকিছু বোধগম্য হয়। কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আর অনুবাদ শেষ হলে এখানে বার্তা দিয়ে রাখতে পারেন, নতুন করে আর জমা দিতে হবে না। মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:৩৫, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

একটা বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার এটা কোনো মতেই যান্ত্রিক অনুবাদ নয়। এটা আমার সাধ্যমত নিজের পরিসরে একটা লেখা যা চেষ্টা করেছি মাত্র, প্রায় 10 দিন বা তার বেশি সময় ধরে এটা করেছি, প্রবন্ধের সংযোজন গুলো দেখলে প্রত্যেকটি সংযোগ স্পষ্ট হবে, যা সময় সময়ে সংযোজিত হয়েছে।

কোনো অনুবাদ পুরোপুরি বাংলায় অনুবাদ করতে গেলে এটা নয় যে ধরে ধরে মানে বই এর মত টুকতে হবে । আমি প্রবন্ধের নতুন তথ্য সংযোজনের কাজ করেছি এবং সহজ বাংলায় তথ্য গুলোকে সাজিয়েছি, Wikipedia তে কোনো একটা প্রবন্ধ লেখার উদ্দেশ্য এটা নয় যে পুরোপুরি চোখ বন্ধ করে অনুবাদ , অনুবাদ এই অর্থে যাতে প্রবন্ধ এর বিষয়গত মান উন্নয়ন ও নতুন তথ্য সংযোজন যা একটা সম্পাদনায় হয় না, যেটা আমি করেছি আমার সাধ্যমত , এমন তথ্য যা English version এ নেই তা আমি সংযোজিত করেছি evolution of horse থেকেও অনেক তথ্য নেওয়া।


পুনশ্চ : এই মুহূর্তে আমার হাতে সময় নেই নতুন করে অনুবাদ করার, 100% আমি দিয়েছি, এটা আমার প্রথম কাজ অনেক নতুন কিছু শিখলাম পুনর্বিবেচনার জন্য কখনোই বলবো না! শুধু এইটুকুই আপনি নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন , তাই ধন্যবাদ ।

দেখুন এটাকেও আবার যান্ত্রিক অনুবাদ মনে হয় কিনা ! 😅😔 Anish Jana001246 (আলাপ) ০৯:৩৪, ২৯ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Anish Jana001246: হ্যাঁ, আপনার এই মন্তব্যকেও আমার যান্ত্রিক মনে হচ্ছে। বাংলা উইকিপিডিয়াতে এমন বাংলা ইংরেজি মিশ্রিত লিখার সাথে আমি অভ্যস্ত নই। আর আপনি মনে হয় প্রতিযোগিতার নিয়ম মনে হয় ভালো করে পড়েন নাই। যেহেতু এটি একটি প্রতিযোগিতার অংশ তাই আমাদের প্রতিযোগিতার নিয়ম মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নিবন্ধগুলির ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধগুলির মানোন্নয়ন/সম্প্রসারণ করতে হবে। যাইহোক, যেহেতু আপনার হাতে সময় নেই তাই এটিকে "গৃহীত হয়নি" হিসেবে চিহ্নিত করছি।--মাসুম-আল-হাসান (আলাপ) ২১:১৫, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]