আলাপ:খান বাহাদুর আহ‌্ছানউল্লা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামের বানান[সম্পাদনা]

খান বাহাদুর আহ্‌ছানউল্লা-র সঠিক নামের বানান এটি যা ঢাকা আহ্‌ছানিয়া মিশন কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকে রয়েছে সেটি ব্যবহার করা হলো, ফলে নিবন্ধটি মুভ করানো হলো। Ashiq Shawon (আলাপ) ২০:৫৫, ১৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নামের বানান[সম্পাদনা]

খানবাহাদুর আহ্‌ছানউল্লা-র নামের সঠিক বানান "খানবাহাদুর আহ্‌ছানউল্লা"। যা তিনি নিজে ব্যবহার করেছেন। তার রচিত সকল বই এ খানবাহাদুর আহ্‌ছানউল্লা লেখা রয়েছে। নিম্নে কয়েকটি বই এর ছবি দেয়া হল।

রচনা সমগ্রগুলো সম্পাদনা করেছেন তৎকালীন বাংলা একাডেমীর পরিচালক গোলাম মঈনউদ্দিন। প্রকাশকঃ আহ্‌ছানিয়া মিশন পাবলিকেশন ট্রাস্ট আশাকরি নামের বানান নিয়ে আর কারো সমস্যা থাকবে না। ধন্যবাদ। --Asaduzzaman (আলাপ) ০৭:২২, ৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]