আলাপ:ক্ষারক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্ষারক আর ক্ষার কি এক না আলাদা? আলাদা হলে মনে হয় একটা alkali আরেকটা base - কোনটা কি? পরিভাষা কোন তথ্যসূত্র থেকে যাচাই করা দরকার। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:৫২, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষারক আর ক্ষার এক জিনিস নয়, এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সকল ক্ষারক ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক। মানে ক্ষারক হল মূল যৌগ, আর যেসব ক্ষারক পানিতে দ্রবনীয় তাদেরকে বলে ক্ষার; পক্ষান্তরে যেসব ক্ষারক পানিতে অদ্রবনীয় তারা ক্ষারক হলেও ক্ষার নয়। Reference: http://www.gcsescience.com/aa20.htm. তানভির মোর্শেদ ১৩:৫৯, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)