আলাপ:ক্ষমতা (পদার্থবিজ্ঞান)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শক্তি (en:Energy) ও কাজ (en:Work (physics)) পদার্থবিজ্ঞানে বিশেষ অর্থে ব্যাবহার হয়। তাই কাজ করার শক্তির নয়, ক্ষমতা হল শক্তি উতপাদনের বা ব্যবহারের (অর্থাত কাজের work) বেগ। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:১৭, ১৫ নভেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

Tittle should be changed[সম্পাদনা]

The 'energy' and 'power' are two different terms!

এ নিবন্ধটি ক্ষমতা (power) সম্পর্কে, শক্তি (energy) একটি ভিন্ন বিষয়। Nazmus Sakib Rabbi (আলাপ) ০৮:১১, ১৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

“ক্ষমতা” শিরোনামে স্থানান্তর[সম্পাদনা]

সুধী, পদার্থবিজ্ঞানের ভাষায় ইংরেজি “Power”কে “ক্ষমতা” বলা হয়। এমনকি নিবন্ধেও ক্ষমতা লেখা আছে। “লক্ষ্য এবার লক্ষ” এডিটাথনের পদার্থবিজ্ঞান মাসকে সামনে রেখে নিবন্ধটিকে “ক্ষমতা (পদার্থবিজ্ঞান)” স্থানান্তরের অনুরোধ জানাচ্ছি। — আদিভাইআলাপ০৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দ্রুত সিদ্ধান্তের জন্য @আফতাবুজ্জামান, WAKIM, এবং Tanay barisha:কে পিং করা হলো। — আদিভাইআলাপ০৮:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধটির বর্ণনাতেও ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাই স্থানান্তর করে দিচ্ছি।--ওয়াকিম (আলাপ) ০৯:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]