আলাপ:ক্রিমিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রিমিয়া না। ক্রাইমিয়া।[সম্পাদনা]

ক্রিমিয়া না। ক্রাইমিয়া। Everything Mars (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দুটি নামেই পরিচিত তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিমিয়া নামটি অধিক পরিচিত এবং সংবাদপত্রগুলোতে এটিই লিখা হয়। যেমন জলপানি দুটি নামেই পরিচিত সুতরাং এসকল ক্ষেত্রে কোন বিতর্কে না গিয়ে নিবন্ধ সম্প্রসারণে মনোনিবেশ করা উচিত। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৮, ২০ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


সংবাদপত্রগুলোতে ভুল লিখা হয় বলে সব জায়গায় ভুল লিখার কোন যৌক্তিকতা হয় না। জল ও পানির উদাহরন হাস্যকর। জল ও পানি দুটোই সঠিক। অপরদিকে ক্রাইমিয়াকে ক্রিমিয়া বলা উচ্চারণগত ভুল। ওয়াশিংটন পোস্ট থেকে নেয়াঃ In English, Crimea is most commonly pronounced "kri-MEE-ah," and not, as some have called it in recent days, "KRIHM-ee-ah" (NB: We're using the Voice of America style here). If you're not sure how that works, think of the chorus-line from "Cry Me A River" by Justin Timberlake, and remove the "river" part. ইউটিউব থেকে নেয়াঃ How to Pronounce CrimeaEverything Mars (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

Crimea-এর সঠিক উচ্চারণ যদি ক্রাইমিয়া যুক্তিযুক্ত হয়, তাহলে আমি এর (ক্রাইমিয়া'র) পক্ষপাতি! এক্ষেত্রে বিতর্কের প্রয়োজন নেই। নাহিদ ভাইয়ের মতামতও যুক্তিযুক্ত তবে কোনো নামের সঠিক উচ্চারণে উৎসাহিত করা উচিৎ বলে ভাবি। "ক্রাইমিয়া" উচ্চারণে বোধগম্যতার ক্ষতি হলে নিবন্ধের নাম পরিবর্তন না করে নিবন্ধের শুরুতে এটা বন্ধনীর মাধ্যমে সমাধান করা যেতে পারে।--মহীন রীয়াদ (আলাপ) ১৬:৩২, ২১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
দেখুন, এসব বিষয়ে এই উইকিতেই এর পূর্বে বহু আলোচনা হয়েছে, আমার যতদূর মনে পরে এসব ক্ষেত্রে যে নামটি প্রচলিত সেটিই নিবন্ধের শিরোনাম করার জন্য সিদ্ধান্ত হয়েছিল। জল ‍ও পানির উদাহরণ হাস্যকরভাবে নেওয়ার কিছুই নেই, এটি উদাহরণমাত্র যাতে বোধগম্য হয়, আপনাকে আমি পয়েন্টটি সম্ভবত বুঝাতে ব্যার্থ হয়েছি। যাইহোক, আলাপ:চে গুয়েভারা কষ্ট করে পড়ে নিন। এখানে বার্তা দেওয়ার পর ক্রাইমিয়া নামটিও পূণ:নির্দেশ দিয়ে দিয়েছি এবং হ্যাঁ, বন্ধনীর মাধ্যমে সমাধান করতেও ক্ষতি নেই। এছাড়া, Everything Mars ভাই, বার্তা লেখার পর চারটি টিন্ডা চিহ্ন ~~~~ ব্যবহার করে স্বাক্ষর করবেন, এতে সকলের বুঝতে সুবিধা হবে বার্তাটি কে দিয়েছেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৭, ২১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]