আলাপ:কেন্দ্রীয় সচিবালয় (ভারত)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেনেরিক নাম[সম্পাদনা]

কেন্দ্রীয় সচিবালয় শিরোনামে বিভ্রান্তির অবকাশ রয়েছে। কারণ বাংলাদেশের সেক্রেটারিয়েটের নামও সচিবালয়। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০৭, ২৬ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি যদি ভবন নিয়ে হয় তাহলে নিবন্ধের নামে ভবন এবং একটি কমা দিয়ে ভারত দেওয়ার পরামর্শ দিচ্ছি। অর্থ্যাৎ "কেন্দ্রীয় সচিবালয় ভবন, (ভারত)"।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১০, ২৬ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
হু, ইংরেজি নামে দেখলাম "Building" শব্দটি আছে, কিন্তু ওখানে কী বাংলায় এটির অফিসিয়ালি "কেন্দ্রীয় সচিবালয়" লেখা? তাহলে আমার মত নাম হোক কেন্দ্রীয় সচিবালয় (ভারত); আর "ভবন" যোগ হলে কেন্দ্রীয় সচিবালয় ভবন (ভারত)। কমা (,) মূল নামের অংশ বা এটি কোনো স্থানের নাম নয়, তাই কমা (,)-এর প্রয়োজনীয়তা দেখছি না। — তানভির আলাপ অবদান ০৩:৪৬, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমত, বাংলাদেশের সচিবালয়কে কি কেন্দ্রীয় সচিবালয় বলা হয়। যদি তাই বলা হয়, তবে ভারতের কেন্দ্রীয় সচিবালয়ের নামের সঙ্গে (ভারত) যোগ করাই যায়। আর যদি বাংলাদেশের সচিবালয়ের নাম বাংলাদেশ সচিবালয় হয়, তাহলে আমার মতে, কেন্দ্রীয় সচিবালয়ের নামের সঙ্গে (ভারত) যোগ না করলেও চলে। এ বিষয়ে সঠিক তথ্যটি জানার অপেক্ষায় রইলাম।
দ্বিতীয়ত, সেক্রেটারিয়েট বিল্ডিং কথাটির পারিভাষিক নাম কেন্দ্রীয় সচিবালয়। ইংরেজিতে বিল্ডিং কথাটি থাকলেও বাংলা বা অন্যান্য ভাষায় ভবন কথাটি যোগ করা হয় না। --অর্ণব দত্ত (talk) ০৫:৫০, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
"কেন্দ্রীয় সচিবালয়" নাম হিসেবে ব্যবহার করা উচিত নয়। কারণ কেন্দ্রীয় শব্দটি বিশেষ্যের চেয়ে বিশেষণ হিসেবেই বেশী ব্যবহৃত হয়। যেমনটি কেন্দ্রীয় কারাগার। এখানে কেন্দ্রীয় বলতে কোনো অঞ্চলের একটি কারাগার যা অন্যান্য কারাগারের সমন্বয়ক হিসেবে কাজ করে। সেখানে অঞ্চলের নাম যুক্ত করে একে বিশেষ্য করা হয় যেমন "ঢাকা কেন্দ্রীয় কারাগার", "চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার"। একই ভাবে ভারতের কেন্দ্রীয় সচিবালয় কে "ভারতের কেন্দ্রীয় সচিবালয়" লেখা যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০৭, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি অর্ণবদার সাথে একমত, কারণ বাংলাদেশের সেক্রেটারিয়েটের বাংলা নাম বাংলাদেশ সচিবালয় (বাংলাদেশ সচিবালয়ের সরকারি ওয়েবসাইটের লিংক)। যেহেতু অর্ণবদা বলেছেন ভারতে এটির বাংলা নাম কেন্দ্রীয় সচিবালয়। আমি তাই মনে করি এটির নামের সাথে "(ভারত)" যোগের প্রয়োজন নেই। এটি স্বতন্ত্রই থাকতে পারে। এখন "বাংলাদেশ সচিবালয়" নামটি যথেষ্ট প্রচলিত, তারপরও কেউ যদি "বাংলাদেশ সচিবালয়" নিবন্ধটি খুঁজতে এসে "কেন্দ্রীয় সচিবালয়"-এ চলে আসেন, তবে পাতা ওপরে "Not to be confused with বাংলাদেশ সচিবালয়"-টাইপের কথা লেখা যেতে পারে। — তানভির আলাপ অবদান ০৬:৪৪, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইটটি ডাউনলোডে সমস্যা হতে পারে। এখানে ক্লিক করে গুগুলের ক্যাশে থাকে সচিবালয়ের যোগাযোগ অংশের একটা পাঠ সংস্করণ দেখতে পারেন। — তানভির আলাপ অবদান ০৬:৪৮, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আজাদীর একটি খবর, কুতুবদিয়ার একটি ওয়েবসাইট, জনকণ্ঠের একটি খবর, নতুন দিগন্তের একটি নিবন্ধ, প্রথম আলোর একটি খবর এ পৃষ্ঠাগুলোতে কেন্দ্রীয় সচিবালয় শব্দটি ব্যবহার বিবেচনার করার অনুরোধ করছি। গুগুলে অনুসন্ধান করলে এমন আরও অনেক লিঙ্ক পাওয়া যাবে, যেখানে কেন্দ্রীয় সচিবালয় কোনো নাম হিসেবে ব্যবহৃত হয়নি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৬, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়াও যেকোনো ব্যক্তিমালিকানাধীন এবং সায়ত্বশাসিত প্রতিষ্ঠানেরও কেন্দ্রীয় সচিবালয় হয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:০২, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
একমাত্র কুতুবদিয়ার লিংকটিতে বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় সচিবালয় লেখা হয়েছে। বাকি দুটোতে নেপাল (আজাদী) ও তৎকালীন পশ্চিম পাকিস্তানের (জনকণ্ঠ) ক্ষেত্রে কেন্দ্রীয় সচিবালয় লেখা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিবেচনা করে এটির নাম তাদের নিজস্ব অনুবাদ-ই রাখা ভালো মনে করছি। যদি আরো কোনো কেন্দ্রীয় সচিবালয়মূলক নিবন্ধ আসে তবে "এই নিবন্ধটি ভারতের কেন্দ্রীয় সচিবালয়ের ওপর লেখা, অন্যান্য কেন্দ্রীয় সচিবালয়ের জন্য দেখুন: কেন্দ্রীয় সচিবালয় (দ্ব্যর্থতা নিরসন)" লিখে "কেন্দ্রীয় সচিবালয় (দ্ব্যর্থতা নিরসন)" নামে একটি পাতা খোলার পক্ষে মত। — তানভির আলাপ অবদান ০৭:১২, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
কেন্দ্রীয় সচিবালয় একটি proper name। প্রসঙ্গত বিশেষ্য-বিশেষণের ব্যাপারটি পরিষ্কার করার জন্য জানাই, কেন্দ্রীয় শব্দটি যখন ভারত সরকার প্রসঙ্গে বসে, তখন সেটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। অন্যান্য ক্ষেত্রে এটি বিশেষণ (উদাহরণ: আলিপুর কেন্দ্রীয় কারাগার)। ভারতে দুই ধরনের সরকারি সচিবালয় আছে। কেন্দ্রীয় ও রাজ্য সচিবালয়। রাজ্য সচিবালয়গুলি সংশ্লিষ্ট রাজ্যের নামে হয়ে থাকে। (যেমন: মহারাষ্ট্র সচিবালয়) আবার এর ভিন্ন নামও থাকতে পারে (যেমন: পশ্চিমবঙ্গে মহাকরণ, কর্ণাটকে বিধানসৌধ)। কেন্দ্রীয় সচিবালয় একটিই এবং সেটি অন্য কোনো নামে অভিহিত হয় না। তাই এই নামের আগে ভারতের কথাটি যোগ করলে বোঝাবে যে নামটি proper name নয়। এই জন্য, আমি ভারতের কেন্দ্রীয় সচিবালয় নামটির বিরোধিতা করছি। তা যে সিদ্ধান্তই হোক, অন্তত কেন্দ্রীয় সচিবালয় শব্দটি রাখা উচিত। একান্তই দ্বিমত থাকলে কেন্দ্রীয় সচিবালয় (ভারত) চলতে পারে; সেকথা আগেই জানিয়ে রেখেছি। --অর্ণব দত্ত (talk) ০৭:৩৬, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
ভারত সরকারের এই লিঙ্কে সেন্ট্রাল সেক্রেটারিয়েটের বাংলা নাম হিসেবে কেন্দ্রীয় সচিবালয় কথাটির উল্লেখ পাওয়া যাচ্ছে। --অর্ণব দত্ত (talk) ০৭:৪২, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
যেহেতু সবাই কেন্দ্রীয় সচিবালয় (ভারত) এ একমত হয়েছেন তাই নিবন্ধটি এতে সরিয়ে নেওয়া হোক।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৪, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]