আলাপ:ইন্টারনেট এক্সপ্লোরার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার হয়ত কথাটা অন্য কোথাও বলা উচিত ছিল, কিন্তু ব্যাপারটা আসলেই হাস্যকর হয়ে যাচ্ছে না? আই-ই ৭ লেখার কি কোন প্রয়োজন আছে? IE7 লিখতে সমস্যাটা কোথায়? এটা কি বাংলায় বলা হলো? আই-ই ৭? একই কথা প্রযোজ্য সি++ এর বেলাতেও। এটা ঠিক ইলিনয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেই। --ইমাম তাশদীদ উল আলম ১০:৪৯, ৪ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত[সম্পাদনা]

ইংরাজী নাম লিখতে হলেও আমরা বাংলা হরফই ব্যবহার করব । এটাই তো ঠিক তাই না । বাংলা উইকিপিডিয়াতে সমস্ত কিছু বাংলা হরফেই হবে । কেবল মাত্র যেগুলির উচ্চারন নিয়ে দ্বিমত আছে সেগুলির পাশে ইংরাজী হরফে দেওয়া যেতে পারে । পিয়াল ১০:৫৪, ৪ আগস্ট ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]