আলাপ:আরব বসন্ত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ একীকরণের প্রস্তাব[সম্পাদনা]

অনেকদিন থেকেই এই নিবন্ধটি (২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহ) আরব বসন্ত নিবন্ধের সাথে একীকরণের প্রস্থাব করা হয়েছে। একীকরণের ক্ষেত্রে নিবন্ধের নাম কোনটি ব্যবহার করা হবে? ২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহ নাকি আরব বসন্ত? --নাসির খান সৈকতআলাপ ১০:৪৯, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মতে ২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহ রেখে আরব বসন্ত রিডাইরেক্ট করা শ্রেয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৩০, ১৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহ এর থেকে আরব বসন্ত টার্মটি বেশি জনপ্রিয়। তাই আরব বসন্ত রাখা যেতে পারে। এছাড়া শিরোনাম হিসেবেও আরব বসন্ত দেখতেই বেশি আকর্ষনীয়। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ২১:৫৮, ২০ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
উইকি’র নীতিমালা অনুযায়ী অনুসন্ধানযোগ্য উপ-অনুচ্ছেদের আলোকে আরব বসন্ত রাখলেই সুন্দর দেখাবে! (দ্রষ্টব্য: গুগল সার্চ) লক্ষ্যণীয় যে, ইংরেজি উইকিসহ প্রায় সকল উইকিতেই আরব বসন্তকে প্রাধান্য দেয়া হয়েছে। এক্ষেত্রে ২০১০-২০১১-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় গণবিদ্রোহকে পুণঃনির্দেশনা দেয়া উচিত! এছাড়াও, ব্যবহারকারীদের সুবিধার্থে যে-কোন নিবন্ধতেই অনেক যুৎসই পুণঃনির্দেশনা দেয়া বাঞ্ছনীয়। - Subrata Roy (আলাপ) ০৮:৫৬, ২১ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]