আলাপ:আমার সোনার বাংলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিসংকলনে স্থানান্তর প্রসঙ্গে[সম্পাদনা]

উইকিসংকলনে স্থানান্তর করার জন্য যে ট্যাগটি লাগানো হয়েছে। আমার মনে হয় সেটির প্রয়োজন নেই। উইকিসংকলনে এই পৃষ্ঠাটি রয়েছে। আর জাতীয় সংগীত নিয়ে উইকিপিডিয়ায় পৃষ্ঠা করাই যায়। --অর্ণব দত্ত (আলাপ) ০৩:৪০, ৮ মার্চ ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

এ ব্যাপারে একমত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৬, ৮ মার্চ ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

গানের কথা প্রসঙ্গে[সম্পাদনা]

গানের কথার অনুচ্ছেদটি যদি একটি ছকের মধ্যে করা হলে আমার মনে হয় একটু ভাল হত। তাহলে স্তাবকগুলো পড়তে একটু সুবিধা হয়। --ইয়াহিয়া (আলাপ) ১৭:৩৯, ২৮ এপ্রিল ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

গানের সুর প্রসঙ্গে[সম্পাদনা]

গানটির সুর গগণ হরকরা এর “আমি কোথায় পাব তারে” থেকে গ্রহণ করা। ইংরেজি উইকিপিডিয়াতে সে অনুযায়ী সুরকার হিসেবে গগণ হরকরা এর নাম দেয়া। বাংলা উইকিপিডিয়াতেও তাই করা উচিত? – Jihan (আলাপ) ১২:৫৭, ৫ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে ~মহীন (আলাপ) ০৯:৪০, ৬ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

mi.ontor MD.ONTOR590 (আলাপ) ০৫:৫৬, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যপ্রমাদ[সম্পাদনা]

এ নিবন্ধে লেখা হয়েছে ‘‘১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।’’ - আমার জানা মতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠক ডিসেম্বর মাসেই (১৯৭১) অনুষ্ঠিত হয়েছিল।—Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:১৯, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]