আলাপ:আবৃত্তি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুচ্ছেদ সম্পর্কে[সম্পাদনা]

আবৃত্তি নিবন্ধে উল্লেখযোগ্য আবৃত্তি সংগঠন(বাংলাদেশ) এবং উল্লেখযোগ্য আবৃত্তি প্রযোজনা সমূহ অণুচ্ছেদ দুটিতে যেসকল তথ্য সন্নিবেশিত হয়েছে তার গুরুত্ব যাচাইয়ের কোন সুত্র দেওয়া হয়নি। আমার মতে আবৃত্তি নিবন্ধের জন্য এসব তথ্য গুরুত্বহীন। তাই আমি এই তথ্য সরিয়ে ফেলার প্রস্তাব করছি। ফেরদৌস২১:৫৭, ২৫ মে ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যাযুক্ত পরামর্শ[সম্পাদনা]

@ANKAN: এই সম্পাদনা দেখ। এই পরামর্শটা সমস্যাযুক্ত। এআই nowiki ট্যাগ যোগ করছে (আমি আরও এক সম্পাদনায় এটা লক্ষ্য করেছি) ও "ের" আলাদা করে পরামর্শ দিয়েছে। [[কুরআন|কোরআনের]] হওয়া উচিত ছিল। এটা ফ্যাব্রিকেটরে জানিও। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১১, ২৭ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া। আমি গ্রোথ দলকে জানিয়েছি। এই সমস্যা পূর্বে অন্য উইকিতে দেখা গেছে কীনা যাচাই করে সেই অনুযায়ী কাজ আগানো হবে। ― Ankan (WMF) (আলাপ) ০৪:০০, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]