আলাপ:অপেরা (ওয়েব ব্রাউজার)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইংরেজি ফিচার্ড আর্টিকেলগুলোকে বাংলায় অনুবাদের কাজটি অপেরা ওয়েব ব্রাউজার অনুবাদের মাধ্যমে শুরু করলাম। দেখি কতোদূর করতে পারি। সমস্যা হচ্ছে, বিভিন্ন ছবি, টেবিল বা এ জাতীয় বক্সগুলোতে আমি স্বচ্ছন্দ না। কিছু কিছু সমস্যা হয়। আমার অনুবাদের পর কেউ এগুলো ঠিক করে দিলে খুশি হবো।

আরেকটি বিষয় জানতে চাই, ইংরেজি উইকি থেকে পুরো লেখাটি কপি করে নিয়ে এসে আস্তে আস্তে অনুবাদ করলে সমস্যা আছে? সেক্ষেত্রে ইংরেজি লেখাটি কীভাবে লুকিয়ে রাখা যায়? অনেক আগে রাগিব ভাই একবার দেখিয়ে গিয়েছিলেন, ভুলে গেছি। সাহায্য, প্লিজ। --গৌতম ০৮:১২, ২৫ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি লেখা শুরু করুন। ছবি, টেবিল বা এ জাতীয় বক্স গুলো অন্যরা ঠিক করে দিবেন। আপনি সম্পূর্ণ ইংরেজী নিবন্ধ এনে তাতে HTML Comments <!-- your text--> দিয়ে রেখে কাজ করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:২৫, ২৫ জুন ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]