আয়ারল্যান্ড (দ্বীপ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: ৫৩° উত্তর ০৭° পশ্চিম / ৫৩° উত্তর ৭° পশ্চিম / 53; -7

নাসার উপগ্রহ থেকে তোলা আয়ারল্যান্ডের ছবি, জানুয়ারি ৪, ২০০৩
আয়ারল্যান্ড, ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে এবং যুক্তরাজ্যের পূর্বে

আয়ারল্যান্ড (আইরিশ ইংরেজি: Ireland আই‌র্লন্ড্‌, আইরিশ গ্যালিক: Éire এরা, আল্‌স্টার স্কট্‌স: Airlann অ্যার্লান্‌) ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ[১] এবং বিশ্বের বিশতম বৃহত্তম দ্বীপ।[২] ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিমে দ্বীপটি অবস্থিত এবং শতাধিক দ্বীপ ও দ্বীপপুঞ্জ দিয়ে আবেষ্টিত। আয়ারল্যান্ডের পূর্বে রয়েছে গ্রেট বৃটেন যা আইরিশ সাগর দিয়ে পৃথক। দ্বীপের আয়তন রাজনৈতিক আয়ারল্যান্ড রাষ্ট্রের[৩] মোট আয়তনের ছয় ভাগের পাঁচ ভাগ। বাকী অংশ হচ্ছে উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের কিছু অংশ।২০১১ সালে আয়ারল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় ৬.৪ মিলিয়ন । আয়ারল্যান্ডে তিনটি বিশ্ব ঐতিহ্য ঘোষিত স্থান রয়েছে : Brú na Bóinne , Skellig Michael এবং Giant's Causeway ।এই দ্বীপে দুটি প্রধান ভাষা রয়েছেঃ আইরিশ এবং ইংরেজি ।

ছবিতে আয়ারল্যান্ড[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গ্রেট বৃটেন বৃহত্তম এবং আইসল্যান্ড দ্বিতীয় বৃহত্তম
  2. দেখুন en:List of islands by area.
  3. আয়ারল্যান্ড রাষ্ট্র রাওনৈতিকভাবে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড নামে পরিচিত।