আজিজুল হাকিম (কবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজিজুল হাকিম
জন্ম১৯০৮
মৃত্যু১৯৬২
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান

আজিজুল হাকিম (১৯০৮-১৯৬২) ছিলেন বাঙালি কবি এবং প্রাবন্ধিক। তিনি ঢাকার হাসনাবাদে জন্ম নেন। কর্মজীবনে তিনি কিছুসময় পাক্ষিক নওরোজ পত্রিকা এবং মাসিক সবুজ বাঙলা পত্রিকার সম্পাদনা কাজে নিযুক্ত ছিলেন।

নজরুলের চিঠি[সম্পাদনা]

আজিজুল হাকিমের স্ত্রী নার্গিস আসার খানম কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী ছিলেন। ১৯২১ সালে নজরুলকে লেখা তার বন্ধুদের অনেক চিঠি আজিজুল হাকিমের কাছ থেকে পাওয়া যায়। সেই চিঠিগুলো নার্গিসের সাথে নজরুলের প্রণয়ের গুরুত্বপূর্ণ দলিল।[১][২]

গ্রন্থতালিকা[সম্পাদনা]

কাব্যগ্রন্থ[সম্পাদনা]

  • ভোরের সানাই
  • মরুসেনা
  • ঘরহারা
  • পথহারা
  • বিদগ্ধ দিনের প্রান্তর
  • আজাজিলনামা (ব্যঙ্গ কবিতা সঙ্কলন)

অনুবাদ[সম্পাদনা]

  • রুবাইয়াৎ-ই-হাফিজ
  • রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম

গল্পগ্রন্থ[সম্পাদনা]

  • ঝড়ের রাতের যাত্রী

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জাহিদ হাসান (মে ২৫, ২০১৪)। "সৈনিক নজরুল"দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১৪কবি নজরুল আর নার্গিসের বিচ্ছেদ হলেও ১৫ বছর অপেক্ষার পর কলকাতা থেকে তার তালাকণামা এনে নার্গিস পরে কবি আজিজুল হাকিমের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. বিশ্বজিৎ চৌধুরী (মে ২৪, ২০১৪)। "সেই প্রেম সেই স্মৃতি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ আগস্ট ২২, ২০১৪