১৩ আগস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আগস্ট ১৩ থেকে পুনর্নির্দেশিত)
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

১৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৫তম (অধিবর্ষে ২২৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৪০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৫৯৮ - ফরাসী সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷
  • ১৬৪৫ - সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।
  • ১৭৪০ - রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।
  • ১৭৮৪ - ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
  • ১৭৮৪ - ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
  • ১৭৯২ - ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে ।
  • ১৮৬৮ - ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।
  • ১৮৮৯ - উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।
  • ১৯২৩ - মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৬০ - মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
  • ১৯৬১ - পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
  • ১৯৬৪ - ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
  • ১৯৭২ - দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।
  • ১৯৯৪ - কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখাটিকে ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার অবধি নিয়ে আসা হয়।
  • ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে।
  • ২০১১ - সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

  • বিশ্ব বাঁ-হাতি দিবস৷

বহিঃসংযোগ[সম্পাদনা]