আকবর উদ্দীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকবর উদ্দীন
জন্ম১৮৯৫
মৃত্যু১৯৭৮
আন্দোলনঔপন্যাসিক

আকবর উদ্দীন (১৮৯৫-৭ই অক্টোবর, ১৯৭৮) বাঙালি নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার।

জন্ম ও পরিবার[সম্পাদনা]

নদীয়া জেলার কৃষ্ণনগরের চাঁদসড়কে ১৮৯৫ সালে আকবরউদ্দীন জন্মগ্রহণ করেন। পিতার নাম জয়নাল আবেদীন। তিনি সিলেটে ঠিকাদারির কাজ করতেন।

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি ১৯১১ সালে সিলেট সরকারী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯১৩ সালে সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে আই.এ. সম্পন্ন করেন। ১৯১৬ সালে কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে বি.এ. পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. ও আইনের ক্লাসে কিছুকাল অধ্যয়ন করেন। [১]

কর্মজীবন[সম্পাদনা]

১৯১৭ সালে কৃষ্ণনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মজীবনের শুরু। ১৯৪৪ থেকে ১৯৪৭ পর্যন্ত দৈনিক আজাদ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম[সম্পাদনা]

নাটক[সম্পাদনা]

  • সিন্ধু বিজয় (১৯৩০)
  • নাদির শাহ (১৯৩২)
  • আজান (১৯৪৩)
  • সুলতান মাহমুদ (১৯৫৪)
  • মুজাহিদ

উপন্যাস[সম্পাদনা]

  • মাটির মানুষ
  • বেড়াজাল
  • অভিনেতা

ছোটগল্প[সম্পাদনা]

  • অসমাপ্ত কাহিনী ও অন্যান্য গল্প

জীবনী[সম্পাদনা]

  • পথের দিশারী
  • শহীদ লিয়াকত (১৯৬৪)
  • কায়েদে আজম (১৯৬৯)

অনুবাদ[সম্পাদনা]

  • অপরাধ ও শাস্তি (দস্তয়েভস্কির Crime and Punishment)
  • হাজী মুরাদ (লিও টলস্টয়)
  • ফেডারিলিস্ট (অ্যালেকজান্ডার হ্যামিল্টন ও জেমস মেডিসন)
  • হেনরি এডামসের আত্মজীবনী
  • জন মার্শাল
  • প্রকৃতি ও মানুষ (ইমারসন)
  • হেনরি জেমস এডামসের শিক্ষাবিষয়ক আত্মচরিত (১ম ও ২য় খন্ড)

সম্মাননা[সম্পাদনা]

  • ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ (নাটক) করেন।
  • ১৯৬৪ সালে 'দাউদ পুরস্কার' লাভ করেন।
  • ১৯৬৩ সালে পাকিস্তান সরকারের কাছ থেকে 'তমঘা-ই-ইমতিয়াজ' খেতাব লাভ করেন।

মৃত্যু[সম্পাদনা]

আকবর উদ্দীন ৭ই অক্টোবর, ১৯৭৮ সালে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ১৫।