আইসিসি সভাপতিদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইসিসি সভাপতিদের নামের তালিকা থেকে পুনর্নির্দেশিত)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রীড়া পরিচালনা পরিষদের সভাপতিদের তালিকা নিম্নে প্রদান করা হলো। ২০১৪-১৫ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তিনি ২৬ জুন, ২০১৪ তারিখে একাদশ আইসিসি সভাপতি হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি অ্যালান আইজ্যাকের স্থলাভিষিক্ত হন।[১] কিন্তু ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত বিষয়ে ১ এপ্রিল, ২০১৫ তারিখে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি৷[২] বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক জনপ্রিয় ব্যাটসম্যান জহির আব্বাস। তাকে ২৫ জুন, ২০১৫ তারিখে এ পদে মনোনয়ন দেয়া হয়।[৩][৪]

ক্রমিক নং সভাপতির নাম জাতীয়তা মেয়াদকাল
১। লর্ড কাউড্রে  ইংল্যান্ড ১৯৮৯-১৯৯৩*
২। স্যার ক্লাইড ওয়ালকট  ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৩-১৯৯৭*
৩। জগমোহন ডালমিয়া  ভারত ১৯৯৭-২০০০
৪। ম্যালকম গ্রে  অস্ট্রেলিয়া ২০০০-২০০৩
৫। এহসান মানি  পাকিস্তান ২০০৩-২০০৬
৬। পার্সি সন  দক্ষিণ আফ্রিকা ২০০৬-২০০৭
৭। রে মালি  দক্ষিণ আফ্রিকা ২০০৭-২০০৮
৮। ডেভিড মর্গ্যান[৫]  ইংল্যান্ড ২০০৮-২০১০
৯। শরদ পওয়ার  ভারত ২০১০-২০১২
১০। অ্যালান আইজ্যাক  নিউজিল্যান্ড ২০১২-২০১৪
১১। আ হ ম মোস্তফা কামাল  বাংলাদেশ ২০১৪-২০১৫
১২। জহির আব্বাস  পাকিস্তান ২০১৫-২০১৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Srinivasan confirmed as ICC Chairman, Mustafa Kamal becomes 11th ICC President"। International Cricket Council। ২৬ জুন ২০১৪। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  2. Cricket World Cup: AHM Mustafa Kamal quits ICC after butting heads with N Srinivasan over trophy snub, foxsports, 1 May 2015.
  3. "Pakistan legend Zaheer Abbas takes over as ICC President"। firstpost.com। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫ 
  4. "Ex-Pakistan and Gloucestershire batsman Zaheer Abbas named ICC president"। .theguardian.com। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫ 
  5. Morgan to succeed Mali as president, Cricinfo, Retrieved on 19 January 2009

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]