আইসল্যান্ডের ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইসল্যান্ডীয় এবং ইংরেজি ভাষায় লেখা, আইসল্যান্ডের জাতীয় জাদুঘর এর সামনে

আইসল্যান্ডীয় ভাষা আইসল্যান্ডের জাতীয় ভাষা। প্রায় ৩ লক্ষ লোক এই ভাষায় কথা বলেন। সরকারী নথিপত্রে এই ভাষাই ব্যবহৃত হয়। তবে বিজ্ঞান গবেষণা পত্রিকাগুলি ইংরেজিতে ছাপিয়ে থাকে। স্কুল কলেজে শিক্ষার মাধ্যম আইসল্যান্ডীয় ভাষা।

আইসল্যান্ডের স্কুলগুলিতে ১৯৯৯ সালের আগ পর্যন্ত দ্বিতীয় ভাষা হিসেবে ডেনীয় ভাষা পড়ানো হত। ১৯৯৯ থেকে এখন সে জায়গায় ইংরেজি পড়ানো হয়।

আইসল্যান্ডে অভিবাসী সংখ্যালঘু সম্প্রদায়গুলি ইংরেজি, ডেনীয়, সুয়েডীয়নরওয়েজীয় ভাষায় কথা বলে। এছাড়া ১৯৭০-এর দশকের শেষে অভিবাসনের ফলে দেশটিতে ভিয়েতনামীয়দের একটি ছোট সম্প্রদায়ের বসতি হয়েছে, যারা ভিয়েতনামীয় ভাষায় কথা বলে।

আইসল্যান্ডিক শুধুমাত্র জাতীয় ভাষা নয়, তবে ২০১১ সালে পার্লামেন্ট কর্তৃক গৃহীত আইন নং ৬১/২০১১ এর ভিত্তিতে এখন 'আইসল্যান্ডের সরকারী ভাষা'। [১] আইসল্যান্ডিক ইশারা ভাষা ২০১১ সালে আইন দ্বারা সরকারীভাবে সাংবিধানিক অধিকার এবং আইসল্যান্ডিক বধির সম্প্রদায়ের প্রথম ভাষা সহ সংখ্যালঘু ভাষা হিসাবে স্বীকৃত হয়েছিল। ডেনিশ শাসনের সময়, ডেনীয় ভাষা আইসল্যান্ডের একটি সংখ্যালঘু ভাষা ছিল।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Act [No 61/2011] on the status of the Icelandic language and Icelandic sign language" (PDF)। Ministry of Education, Science and Culture। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪Article 1; National language – official language; Icelandic is the national language of the Icelandic people and the official language in Iceland. 
  2. "Iceland And The Rest Of The World" (PDF)। The Reykjavík Grapevine। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪Icelandic towns were essentially turning Danish; the merchant class was Danish and well off Icelanders started speaking their language. 

বহিঃসংযোগ[সম্পাদনা]