অ্যাবসার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাবসার্ড
উদ্ভবসন্ডারশাওসেন, জার্মানি
ধরনব্ল্যাক মেটাল
কার্যকাল১৯৯২ -বর্তমান
লেবেলরেঁনেসা রেকর্ডস
সদস্যরোনাল্ড উলফ[১] মোবুস
সভেন আনহোল্ড জিম্পার
প্রাক্তন
সদস্য
হেন্ড্রিক জার্ল নিডোজ্ঞ মোবুস
সেবাস্তিয়ান সাচাওসেইয়
এ্যান্ড্রেয়াস কির্কচনার
উদো ডেমিয়েন থ্রোন এইচ
টোর্টমেন্টর
ওয়েবসাইটhordeabsurd.com

অ্যাবসার্ড (ইংরেজি: Absurd) হচ্ছে জার্মানির একটি সুপরিচিত ন্যাশনাল স্যোশালিস্ট ব্ল্যাক মেটাল ব্যান্ড[২] ও তাদের চরম ডানপন্থী হিসেবে বিবেচনা করা হয়।[৩] ব্যান্ডটি ১৯৯২ সালে গঠিত হয় সন্ডারশাওসেনে হেন্ড্রিক মোবুস ও সেবাস্তিয়ান সাচাওসেইয়ের মাধ্যমে। তাদের গানের কথাতে জাতীয়তাবাদ, খ্রিস্টানবিরোধীতা ও পাগানিজমের প্রভাব লক্ষণীয়। প্রথমদিকের ন্যাশনাল স্যোশালিস্ট ব্ল্যাক মেটাল ব্যান্ড হওয়া সত্ত্বেও তারা অতটা বিখ্যাত ছিল না ১৯৯৯ সালের আসগার্ডস্রেই অ্যালবাম প্রকাশের আগ পর্যন্ত। ১৯৯৩ সালে ব্যান্ডের সদস্যরা ১৫ বছর বয়সী সান্ড্রো বেয়েরকে হত্যা করে কুখ্যাত হয়ে ওঠে। এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সাচাওসেইয়ের অবৈধ সম্পর্ককে গোপন করা যা ছিল তার সহপাঠীর মায়ের সাথে ও ব্যান্ড সম্পর্কে নানা ধরনের গুজব ছড়ানো বন্ধ করা। এরপর ব্যান্ডের সদস্যরা জেলে একত্রিত হয়ে গান করার চেষ্টা করে। ১৯৯৮ সালে তার প্যারোলে মুক্তি পায় কারণ অপরাধের সময় তাদের বয়স ১৮ বছরের নিচে ছিল এই যুক্তিতে। তবে প্যারোলের শর্ত ভঙ্গের কারণে মোবুসের প্যারোল বাতিল হয়ে যায় কারণ সে একটা কনসার্টে হিটলার স্যালুট দিয়েছিল। যাইহোক সে কোনরকমে আমেরিকাতে চলে আসতে সক্ষম হয় ও আশ্রয় প্রার্থনা করে। কিন্তু সে সেখানেও গ্রেফতার হয় ও খুনের অপরাধে ৩ বছরের সাজা হয়। ১৫ই মে ২০০৩ সালে সে আবারও ৪ বছরের সাজা পায়। এ সমস্ত ঘটনার কারণে ব্যান্ডের লাইন আপ বারবার পরিবর্তিত হয় ও এখনকার ব্যান্ডটিকে তাই সম্পূর্ণ নতুন একটি ব্যান্ড বলে মনে করেন অনেকে। তাদের গানে ব্ল্যাক মেটাল ধারার গানে প্রভাব অতটা লক্ষণীয় না হলেও সেখানে হার্ডরকপাঙ্ক রক ধারার গানের উপদান বিদ্যমান। তাদের গানের এহেন বিচ্যুতির জন্য ব্ল্যাক মেটাল সমাজ কখনোই তাদের ভালো মনোযোগ প্রদর্শন করেনি।[৪]

বর্তমান সদস্য[সম্পাদনা]

  • রোনাল্ড উলফমোবুস
  • সভেন আনহোল্ড জিম্পার

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

  • ইটারনাল উইন্টার (১৯৯২)
  • গড’স ডেথ (১৯৯২)
  • ডেথ ফেম দ্যা ফরেস্ট(১৯৯৩)
  • স্যাডনেস (১৯৯৩)
  • আউট অব ডুংজেওন (১৯৯৪)
  • উবাংগাসরাউম (১৯৯৪)
  • থুরিংগিয়ান পাগান ম্যাডনেস (১৯৯৫)
  • সন্নেনরিটার (১৯৯৯)

অ্যালবাম[সম্পাদনা]

  • ফ্যাক্টা লংগুন্তুর (১৯৯৬)
  • ওয়ারউলফথ্রোন (২০০১)
  • টটেন লাইডার (২০০৩)
  • ব্লুতগারিচত (২০০৫)
  • ডার ফানফজেহনজাহরিগে ক্রেইগ (২০০৮)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Interview by Sheol-Mag".
  2. Thilo Thielke: Töten für Wotan, Der Spiegel 38/2000 vom 18. September 2000, Seite 134
  3. Verfassungsschutzbericht des Freistaats Thüringen - 1999 (PDF ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০১১ তারিখে) Punkt 4.6
  4. Christian Dornbusch, Hans-Peter Killguss: Unheilige Allianzen. Black Metal zwischen Satanismus, Heidentum und Neonazismus', p. 52

বহিঃসংযোগ[সম্পাদনা]