আন্তোনেল্লো ভেনদিত্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অ্যানতোনেল্লো ভেনেডিত্তি থেকে পুনর্নির্দেশিত)
আন্তোনেল্লো ভেনদিত্তি
২০০৮ সালে ভেনেডিত্তি
২০০৮ সালে ভেনেডিত্তি
প্রাথমিক তথ্য
জন্ম (1949-03-08) ৮ মার্চ ১৯৪৯ (বয়স ৭৫)
উদ্ভবরোম, ইতালি
ধরনপপ, পপ রক
পেশাগায়ক-গীতিকার
কার্যকাল১৯৭১-বর্তমান
লেবেলইতালীয়, আরসিএ ইতালিয়ানা, ফিলিপ্‌স রেকর্ডস, হেইন্‌জ মিউজিক
ওয়েবসাইটwww.AntonelloVenditti.it

আন্তোনেল্লো ভেনদিত্তি (ইতালীয়: Antonello Venditti; জন্ম: ৮ মার্চ, ১৯৪৯) [১] একজন ইতালীয় গায়ক ও গীতিকার,[২] যিনি ১৯৭০-এর দশকে লেখা কিছু সামাজিক আবহ সঙ্গীত গেয়ে প্রখ্যাতি লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

আন্তোনেল্লো ভেনদিত্তির জন্ম ইতালির রাজধানী রোমে[৩] তার বাবা ছিলেন পেশায় একজন পুলিশ কমিশনার, পরবর্তীতে পদন্নোতি প্রাপ্ত হয়ে তিনি রোমের পুলিশ বিভাগের উপ-প্রধান কর্মকর্তা হয়েছিলেন।

কিশোর বয়স থেকেই তিনি পিয়ানো বাজানো শেখা শুরু করেন, এবং ১৯৭০-এর দশকে ফ্রান্সিসকো ডি গ্রেগর ও জর্জিয় লো কাসিওর সাথে রোমের ফক স্টুডিওতে তার সঙ্গীত জীবনের অভিষেক ঘটে। [৪] তার প্রথম অ্যালবামটি ছিলো ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত; এবং নাম ছিলো এলপি। এটি ছিলো একটি মিশ্র অ্যালবাম। এটি ব্যাবসায়িকভাব স্বল্প সফলতা লাভ করে। ভেনেডিত্তি মূলত পরিচিত তার সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তার দৃঢ়তা, ও সুন্দর কণ্ঠের জন্য। তার বিভিন্ন সামাজিক থিম সঙ্গীতের মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় থিওরিয়াস ক্যাম্পাস বা নিজ শহরের জন্য ভালোবাসা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "the italian song Antonello Venditti"theitaliansong.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  2. "Antonello Venditti"Discogs (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  3. "Antonello Venditti"Bandsintown। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮ 
  4. "Antonello Venditti Songs, Albums, Reviews, Bio & More"AllMusic (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮