অভ্যন্তরবর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উপদেশবর্গ (ওয়াইলি: klong sde) [১] তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং মা ধর্মসম্প্রদায়ের নয়টি যানের অন্তর্তন্ত্রযান নামক শেষ তিনটি যানের অন্তিম যান অতিযোগ তত্ত্বের তিনটি বিভাগের মধ্যে একটি।

ইতিহাস[সম্পাদনা]

প্রহেবজ্র হতে প্রাপ্ত অতিযোগ তত্ত্বকে মঞ্জুশ্রীমিত্র চিত্তবর্গ, অভ্যন্তরবর্গ এবং উপদেশবর্গ এই তিন ভাগে বিভক্ত করেন। [২] প্রহেবজ্রর তিনটি বাণী বা ত্শিগ-গ্সুম-গ্নাদ-ব্র্দেগের (ওয়াইলি: Tshig-gsum gnad-brdeg) দ্বিতীয় বাণী থাগ-গ্চিগ-থোগ-দুগ-চাদের (ওয়াইলি: thag gCig thog dug Cad) সঙ্গে সম্পর্কিত। এই তত্ত্বের মাধ্যমে সাধক তার প্রাকৃতিক অবস্থা থেকে সন্দেহ অপসারণের শিক্ষালাভ করেন।

পুঁথি[সম্পাদনা]

যদিও তুলকু থোন্ডুপ ও হ্যারল্ড ট্যালবটের মতে অভ্যন্তরবর্গ তত্ত্বের মোট পুঁথির সংখ্যা মাত্র সাত[৩] তবুও এলিও গুয়ারিসকো ও ইংরিড ম্যাকলিয়ড ভিন্ন মত পোষণ করেন। গুয়ারিসকো ও ম্যাকলিয়ডের প্রদত্ত অভ্যন্তরবর্গ তত্ত্বের পুঁথিগুলির তালিকা নিম্নরূপ[৪] -

  • ক্লোং-ছেন-রাব-'ব্যাম্স-র্গ্যাল-পো (তিব্বতি: ཀློང་ཆེན་རབ་འབྱམས་རྒྱལ་པོওয়াইলি: klong chen rab 'byams rgyal po)
  • কুন-তু-ব্জাং-পো-নাম-ম্খা'-ছে (তিব্বতি: ཀུན་ཏུ་བཟང་པོ་ནམ་མཁའ་ཆེওয়াইলি: kun tu bzang po nam mkha' che)
  • রিগ-পা-রাং-শার-বা (তিব্বতি: རིག་པ་རང་རྩལ་ཤར་བওয়াইলি: rig pa rang rtsal shar ba)
  • গ্দাম্স-ঙ্গাগ-স্না-ত্শোগ্স-'খোর-লো (তিব্বতি: གདམས་ངག་སྣ་ཚོགས་འཁོར་ལོওয়াইলি: gdams ngag sna tshogs 'khor lo)
  • 'ফাগ্স-লাম-ব্কোদ-পা (তিব্বতি: འཕགས་ལམ་བཀོད་པওয়াইলি: 'phags lam bkod pa)
  • র্দো-র্জে-সেম্স-দ্পা'-নাম-ম্খা'ই-ম্থা'-দাং-ম্ন্যাম-পা (তিব্বতি: རྡོ་རྗེ་སེམས་དཔའ་ནམ་མཁའི་མཐའ་དང་མཉམ་པওয়াইলি: rdo rje sems dpa' nam mkha'i mtha' dang mnyam pa)
  • য়ে-শেস-গ্সাং-বা-স্গ্রোন-মা (তিব্বতি: ཡེ་ཤེས་གསང་བ་སྒྲོན་མওয়াইলি: ye shes gsang ba sgron ma)
  • রিন-পো-ছে-'খোর-লো (তিব্বতি: རིན་པོ་ཆེ་འཁོར་ལོওয়াইলি: rin po che 'khor lo)
  • য়ে-শেস-গ্সাং-বা (তিব্বতি: ཡེ་ཤེས་གསང་བওয়াইলি: ye shes gsang ba)
  • য়ে-শেস-র্দ্জোগ্স-বা (তিব্বতি: ཡེ་ཤེས་རྫོགས་པওয়াইলি: ye shes rdzogs pa)
  • ব্যাং-ছুব-ক্যি-সেম্স-কুন-লা-জুগ-পা-র্নাম-দাগ-স্তোন-পা (তিব্বতি: བྱང་ཆུབ་ཀྱི་སེམས་ཀུན་ལ་འཇུག་པ་རྣམ་དག་སྟོན་པওয়াইলি: byang chub kyi sems kun la 'jug pa rnam dag ston pa)
  • ব্যাং-ছুব-ক্যি-সেম্স-র্দো-র্জে-'ওদ-'ফ্রো (তিব্বতি: བྱང་ཆུབ་ཀྱི་སེམས་རྡོ་རྗེ་འོད་འཕྲོওয়াইলি: byang chub kyi sems rdo rje 'od 'phro)

আরো পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.rigpawiki.org/index.php?title=Mengakd%C3%A9 | Rigpa wiki link to Category of Pith Instructions
  2. http://www.bhutanvisit.com/Buddhism/nyingmapa.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুন ২০১২ তারিখে accessed: 1 February 2007
  3. Tulku Thondup, Harold Talbott (1997). Hidden teachings of Tibet: an explanation of the Terma tradition of Tibetan Buddhism. Second Edition. Wisdom Publications. আইএসবিএন ০-৮৬১৭১-১২২-X, 9780861711222. Source: [১] (accessed: Thursday April 15, 2010), p.48
  4. Guarisco, Elio (trans.); McLeod, Ingrid (trans., editor); Jamgon Kongtrul Lodro Taye, Kon-Sprul Blo-Gros-Mtha-Yas (compiler) (2005). The Treasury of Knowledge: Book Six, Part Four: Systems of Buddhist Tantra. Ithaca, New York, USA: Snow Lion Publications. আইএসবিএন ১-৫৫৯৩৯-২১০-X, p.520