অক্ষয়কুমার দত্তগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যক্ষ অক্ষয়কুমার দত্তগুপ্ত
জন্ম
অধ্যক্ষ অক্ষয়কুমার দত্তগুপ্ত

২১ জুন ১৮৮১
মৃত্যু৫ জুন ১৯৭৯
জাতীয়তা ভারতীয়
পেশাঅধ্যাপনা
পরিচিতির কারণবিশিষ্ট শিক্ষাবিদ

অধ্যক্ষ অক্ষয়কুমার দত্তগুপ্ত (২১ জুন ১৮৮১ - ৫ জুন ১৯৭৯) হলেন একজন প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ ও সাহিত্যিক। তিনি ১৯১৪ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত জগন্নাথ কলেজের (বর্তমান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রচনাবলী[সম্পাদনা]

  • বসন্দর্ভ (১৯১৩)
  • সন্দর্ভচন্দ্রিকা (১৯১৪)
  • যোগিরাজাধিরাজ শ্রীশ্রীবিশুদ্ধানন্দ পরমহংস[১]
  • কোমলগাথা (শিশুতোষ)
  • কোমলপ্রসঙ্গ (শিশুতোষ)

পুরস্কার ও সম্মননা[সম্পাদনা]

অক্ষয়কুমার দত্তগুপ্ত ডফ স্কলারশিপ পেয়েছিলেন। এছাড়াও তিনি 'কবিরত্ম' এবং রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহি:সংযোগ[সম্পাদনা]