'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-ন্যি-মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-ন্যি-মা (ওয়াইলি: 'jam dbyangs bstan pa'i nyi ma) (১৮৬০-১৯২৫) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের পঞ্চম গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-ন্যি-মা ১৮৬০ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের র্মা-ছু-'গ্রাম-ঙ্গোগ্স-গ্চা'-খোগ (ওয়াইলি: mdo smad rma chu 'gram ngogs gca' khog) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্দে-ছেন-দার-র্গ্যাস (ওয়াইলি: bde chen dar rgyas) এবং মাতার নাম ছিল ব্সোদ-নাম্স-স্ক্যিদ (ওয়াইলি: bsod nams skyid)। জন্মের পর তার নাম রাখা হয় দ্বাং-ছেন-ত্শে-রিং (ওয়াইলি: dbang chen tshe ring)। চার বছর বয়সে তাকে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dkon mchog bstan pa'i rgya mtsho) নামক চতুর্থ গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষুর পুনর্জন্ম রূপে চিহ্নিত করে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের নিয়ে যাওয়া হয়। এই বিহারে শেস-রাব-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: shes rab rgya mtsho) নামক এক ভিক্ষু তাকে শ্রমণের শপথ প্রদান করেন। তেরো বছর বয়সে তিনি র্মাদ-ব্যুং-থোস-ব্সাম-গ্লিং (ওয়াইলি: rmad byung thos bsam gling) বিহারে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। একুশ বছর বয়সে তিনি ভিক্ষুর শপথ লাভ করেন। চুয়াল্লিশ বছর বয়সে তাকে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের উনসত্তরতম প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়। এই সময় তিনি এই বিহারে ভিক্ষুদের ধর্মশিক্ষার ওপর জোর দেন ও নিয়মানুবর্তিতার ওপর কঠোরতা আরোপ করেন। তিনি এই ভারের সঙ্গে মুসলিম সেনানায়ক মা চির মধ্যে মধ্যস্থতা করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতেও সহায়ক হন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Fifth Gungtang, Jamyang Tenpai Nyima"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২৭ 
পূর্বসূরী
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো
'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-ন্যি-মা
পঞ্চম গুং-থাং লামা
উত্তরসূরী
'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-দ্বাং-ফ্যুগ