'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স (তিব্বতি: འཇམ་དཔལ་ཚུལ་ཁྲིམསওয়াইলি: 'jam dpal tshul khrims) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বাহাত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মধ্য তিব্বতের থোব-র্গ্যাল-ম্খার-লুং-নাং-পা (ওয়াইলি: thob rgyal mkhar lung nang pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। তার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ব্লো-ব্জাং-য়ে-শেস-ব্স্তান-পা-রাব-র্গ্যাস (ওয়াইলি: blo bzang ye shes bstan pa rab rgyas) নামক দ্বিতীয় র্বা-স্গ্রেং রিন-পো-ছে (ওয়াইলি: rwa-sgreng rin-po-che) উপাধিধারী বৌদ্ধ লামা। ১৮৩৭ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বাহাত্তরতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং সাত বছর এই পদে থাকেন। এই সময় তিনি একাদশ দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাম্স-পা-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: byams pa rgya mtsho) নামক তৃতীয় ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী বৌদ্ধ লামা তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Seventy-Second Ganden Tripa, Jampel Tsultrim"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৪ 
পূর্বসূরী
য়ে-শেস-থার-'দোদ
'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স
বাহাত্তরতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স-র্গ্যা-ম্ত্শো