'ছাদ-খা-বা-য়ে-শেস-র্দো-র্জে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
'ছাদ-খা-বা-য়ে-শেস-র্দো-র্জে

'ছাদ-খা-বা-য়ে-শেস-র্দো-র্জে (ওয়াইলি: 'chad kha ba ye shes rdo rje) (১১০১-১১৭৫) একজন বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত ছিলেন যিনি ব্লো-স্ব্যোং-দোন-ব্দুন-মা (ওয়াইলি: sha ra ba yon tan grags) নামক একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন।

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

'ছাদ-খা-বা-য়ে-শেস-র্দো-র্জে ১১০১ কগ্রিষ্টাব্দে তিব্বতের লুরো নামক স্থানে ব্যা পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল 'ফাগ্স-পা-স্ক্যাব্স (ওয়াইলি: 'phags pa skyabs) এবং মাতার নাম ছিল ব্সোদ-নাম্স-স্ক্যিদ (ওয়াইলি: bsod nams skyid)। তিনি শৈশবে রাস-ছুং-র্দো-র্জে-গ্রাগ্স-পা নামক বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের ছাত্র ছিলেন। একুশ বছর বয়সে ম্খান-পো-র্ত্সে-বের-বা (ওয়াইলি: mkhan po rtse ber ba) ও ছাগ্স-রিন-ছেন-'ছাং (ওয়াইলি: chags rin chen 'chang) নামক দুই বৌদ্ধভিক্ষু তাকে শিক্ষার্থীর শপথ দান এবং বিনয় সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি তেইশ বছর বয়সে ত্শা-রোং-জো-স্তান (ওয়াইলি: tsha rong jo stan), ঝাং-শেস-রাব-স্প্রিং (ওয়াইলি: zhang shes rab spring) এবং দ্বাগ্স-পো-গ্তসাং-'দুল-বা (ওয়াইলি: dwags po gtsang 'dul ba) নামক তিন বৌদ্ধভিক্ষুর নিকট হতে ভিক্ষুর দীক্ষাগ্রহণ করেন। তিনি দ্গে-ব্শেস-ব্ত্সান (ওয়াইলি: dge bshes btsan) নামক বৌদ্ধ পণ্ডিতের নিকট মৈত্রেয়র সূত্রালঙ্কার, রাস-ছুং-র্দো-র্জে-গ্রাগ্স-পার নিকট মি-লা-রাস-পার তান্ত্রিক শিক্ষা, ম্যাং-ল্চাগ্জ-ঝিং-পা (ওয়াইলি: myang lcags zhing pa) নামক বৌদ্ধ পণ্ডিতের নিকট ব্লো-স্ব্যোং তত্ত্ব ও গ্লাং-রি-থাং-পা নামক বিখ্যাত পণ্ডিত রচিত ব্লো-স্ব্যোং-ত্শিগ্স-ব্র্গ্যাদ-মা (ওয়াইলি: blo sbyong tshigs brgyad ma) নামক গ্রন্থ এবং দ্গে-ব্শেস-লুগ্স-স্মাদ-পা (ওয়াইলি: dge bshes lugs smad pa) নামক বৌদ্ধ পণ্ডিতের নিকট স্নে'উ-জুর-পা-য়ে-শেস-'বারের লাম-রিম সংক্রান্ত শিক্ষালাভ করেন। এরপর তিনি শা-রা-বা-য়োন-তান-গ্রাগ্স (ওয়াইলি: sha ra ba yon tan grags) নামক বিখ্যাত বৌদ্ধ শিক্ষকের নিকট তেরো বছর ধরে ব্দাগ-গ্ঝান-ম্ন্যাম-ব্র্জেস (ওয়াইলি: bdag gzhan mnyam brjes) নামক অতীশ দীপঙ্করের গুহ্যসাধনা সহ ব্লো-স্ব্যোং তত্ত্বের বহু শিক্ষাদান করেন। [১]

পরবর্তী জীবন[সম্পাদনা]

১১৪১ খ্রিষ্টাব্দে শা-রা-বা-য়োন-তান-গ্রাগ্সের মৃত্যু হলে তিনি লাম-রিমব্লো-স্ব্যোং তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি ব্লো-স্ব্যোং-দোন-ব্দুন-মা (ওয়াইলি: blo sbyong don bdun ma) নামক ব্লো-স্ব্যোং তত্ত্বের ওপর একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। তিনি লাসা শহর থেকে সত্তর কিলোমিটার উত্তর-পূর্বে 'ছাদ-খা বৌদ্ধবিহার স্থাপন করেন। তার প্রধান শিষ্য ছিলেন সে-স্প্যিল-বু-বা-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: se spyil bu ba chos kyi rgyal mtshan)।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জুলাই ২০১২)। "Chekhawa Yeshe Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪ 

আরো পড়ুন[সম্পাদনা]